Moonwalk Underwater: প্রতিভার প্রসঙ্গ যখন আসে, তখন এই বিশ্বে প্রথমেই নামটা থাকে ভারতের। ভারতীয় প্রতিভাবানদের লম্বা তালিকা, কেউ থাকেন প্রচারের আলোকে, কেউ আবার আলো না পেয়ে নিজের প্রতিভাকে আবারও তুলে ধরার চেষ্টা করেন। সেই তালিকাতেই রয়ছেন জয়দীপ গোহিল নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ভারতের প্রথম আন্ডারওয়াটার ডান্সার হিসেবে দাবি করেন। সম্প্রতি তাঁরই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে জয়দীপকে দেখা গিয়েছে, জলের নীচে উল্টেপাল্টে মুনওয়াক করতে। হ্যাঁ, শুধু মুনওয়াকই নয়, তা-ও আবার উল্টেপাল্টে। ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে তার ভিউ এখন 9 মিলিয়ন।
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি জয়দীপ শেয়ার করেছেন তাঁর ইনস্টা পেজ থেকে, যার নাম হাইড্রোম্যান। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, মাইক্যাল জ্যাকসনের আইকনিক গান ‘স্মুধ ক্রিমিনাল’-এ নাচছেন জয়দীপ থুড়ি হাইড্রোম্যান। জলের নীচে প্রথমে পুল টেবিলে সোজা ভাবে মুনওয়াক করার পর তিনি আবার উল্টে তার নাচের কারিকুরি দেখাতে আরম্ভ করলেন।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, আমার দর্শকদের জন্য, যাঁরা “আমার ভার্সন দেখতে চেয়েছিলেন।”
নেটাগরিকরা জয়দীপের এহেন স্কিল দেখে অবাক হয়ে গিয়েছেন! আর অবাক হওয়ারই কথা যে। তাই কমেন্ট সেকশনে তাঁরা হাইড্রোম্যানের প্রশংসায় পঞ্চমুখ। একজন ইউজ়ার লিখেছেন, “তুমি জাস্ট কাঁপিয়ে দিলে ভাই!” অন্যজন যোগ করলেন, “সবথেকে ভয়ঙ্কর মুনওয়াক আমি এখনও পর্যন্ত দেখলাম।” আর একজনের বক্তব্য, “এই মুনওয়াক দেখলে আজ মাইকেল জ্যাকসন খুব খুশি হতেন।”