কাজে মন জিতেছিলেন আগেই। এবার নেচে মন জিতলেন। বেঙ্গালুরুর এক আইএএস অফিসার সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে চমৎকার নেচেছেন। আর তাতেই তিনি এখন শিরোনামে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে জনপ্রিয় কন্নড় গানে নেচেছিলেন ওই আইএএস অফিসার। তিনি হুবলি-ধারওয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (এইচডিএমসি) কমিশনার। তাঁর নাম বি গোপাল কৃষ্ণ।
#Karnataka #Hubballi #Dharwad Municipal Corporation commissioner Gopal Krishna B dance for a popular Kannada movie song. @IndianExpress @Hublihuduga1 @hublimandi pic.twitter.com/Wk8bV4mOnS
— Kiran Parashar (@KiranParashar21) June 26, 2022
কন্নড় গানে গোপালকৃষ্ণের নাচের ভিডিয়োটি নেটপাড়ায় এখন বেজায় ভাইরাল। গত শুক্রবার বিদ্যা বর্ধক সংঘ, ধারওয়াড়ের এইচডিএমসি কর্মচারী সমিতি দ্বারা আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গোপাল কৃষ্ণ নাচেন। শিবা রাজকুমার অভিনীত তাগাড়ু ছবির মূল গানে নাচছিলেন তিনি। প্রথমে তিনি সেখানে বক্তৃতা দেন। তারপরে সকলে তাঁকে নাচার জন্য অনুরোধ করেন। আর সেই অনুরোধে সাড়া দিয়েই তিনি যা করলেন, তাতে সকলের চক্ষু চড়কগাছ।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে তিনি বলেছেন, “আমি আমার স্কুলের দিন থেকেই নাচতাম। আমি যখন স্নাতক শেষ করছিলাম তখনও বিভিন্ন নাচের প্রতিযোগিতায় অংশ নিতাম। আমার সহকর্মীরা (সিভিক কর্মীরা) আমাকে নাচতে বলেন এবং আমি তাদের সঙ্গেই যোগ দিয়েছিলাম। আমার কোনও ধারণাও ছিল না যে, ভিডিয়োটি এত ভাইরাল হবে।”
গোপাল কৃষ্ণ বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। সেই শহরেই তিনি স্নাতক পাশ করেন। 2018 ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস অফিসার, তিনি একটি এমবিবিএস ডিগ্রিও ধারণ করেছেন।