Viral Video: বৃষ্টি মাথায় আপনি যাবেন জামাইষষ্ঠীতে, আর ইনি নৌকা চড়ে বিয়ে করতে গেলেন, দেখুন কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 05, 2022 | 12:16 AM

Groom Goes To Marry On A Boat: জামাইষষ্ঠীর আগের দিন যখন কলকাতায় বৃষ্টি পডছে, তখন এ দেশেরই কোনও এক প্রান্তে বর বিয়ে করতে গেলেন নৌকা করে। কেন জানেন? ভিডিয়োটা দেখুন তাহলে।

Viral Video: বৃষ্টি মাথায় আপনি যাবেন জামাইষষ্ঠীতে, আর ইনি নৌকা চড়ে বিয়ে করতে গেলেন, দেখুন কাণ্ড
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

Follow Us

রাত পোহালেই আপনার শ্বশুরবাড়ি যাওয়ার পালা। একটা বছর পর আবার কব্জি ডুবিয়ে খাওয়ার দিন – জামাইষষ্ঠী। আর তার কয়েক প্রহর আগে কলকাতার আবহাওয়াটাও হয়ে গিয়েছে জম্পেশ, ঠিক যেন জমিয়ে খাওয়ার অনুকূল। কিন্তু আপনি যখন জামাইষষ্ঠী করতে যাবেন, তখন কেউ না কেউ বিয়ের (Wedding) পিঁড়িতে বসবে। তেমনই এক বরের সন্ধান মিলল। বলা ভাল, হবু বর। তিনি বিয়ে করতে গেলেন। কিন্তু এমন জায়গায় বিয়ে করতে গেলেন, সেখানে জল থৈথৈ করছে – একটা বন্যা (Flood) কবলিত অঞ্চল। সেই ভিডিয়ো এখন নেটপাড়ায় খুব ভাইরাল (Viral Video)


ভিডিয়োতে দেখা যাচ্ছে, নৌকা করে বর সেজেগুজে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু সেই নৌকায় বর গুটিকয়েক লোক। কারণ, তাঁর শ্বশুরবাড়ি প্লাবিত হয়ে গিয়েছে। বরযাত্রীকে অনেকটা রাস্তা এসেও ফিরে যেতে হয়েছে এক প্রকার বাধ্য হয়েই। কিন্তু তা বলে কী সে বিয়েটা বাতিল করে দেবে? একা-একাই শ্বশুরবাড়ি গিয়ে বিয়ে করে এবং বউকেও নিয়ে আসে।

প্লাবনের এমন অবস্থা যে একটা নৌকা চালাতে মাঝিরও দরকার হয়নি। বরকে নৌকাতে বসিয়ে একজনকে দেখা গেল ওই নৌকাটি রীতিমতো টানতে-টানতে নিয়ে যেতে। তার জন্য ওই ব্যক্তিকে হাঁটু জলে নামতেও হয়েছে।

ইনস্টাগ্রামে ভূতনি কে মিমস নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। আর তার টেক্সটে লেখা হয়েছে তড়প হি অ্যাইসি হ্যয়! আর এই ভিডিয়োতে একটি গানও জুড়ে দেওয়া হয়েছে। অত্যন্ত জনপ্রিয় সেই গানটি হল, ‘তেরে ঘর আয়া…!’

Next Article