Viral Video: ‘হিন্দি বিদ্বেষ’ বেঙ্গালুরু মেট্রোতেও, আসল সত্যি সামনে এনেও ক্ষমা চাইতে হল এই যুবককে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 02, 2023 | 10:21 AM

Bengaluru Metro Viral Video: বেঙ্গালুরু মেট্রোর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে শুধুই কন্নড় এবং ইংরাজি ভাষায় লেখা। আপনার মনে হতে পারে এটি আবার কোনও বড় বিষয় না-কি? কিন্তু অবাক ব্য়াপার হল মেট্রোতে আটকানো নির্দেশগুলি কন্নড় ভাষায়, যার হিন্দি অনুবাদ একটি স্টিকার দিয়ে ঢাকা হয়েছে।

Viral Video: হিন্দি বিদ্বেষ বেঙ্গালুরু মেট্রোতেও, আসল সত্যি সামনে এনেও ক্ষমা চাইতে হল এই যুবককে

Follow Us

Latest Viral Video: মেট্রোয় উঠলে অনেক কিছুই লেখা থাকে। তার কতটা সবসময় মানুষ মেনে চলা তা বলা মুশকিল। কিন্তু তাবলে মেট্রোয় লাগানো নির্দেশগুলি নিয়ে কাটা ছেঁড়া করাও উচিত না। করলে তার খেসারত যে দিতে হয় তা সবারই জানা। কিন্তু মেট্রোয় উঠে এদিক ওদিক চোখ ঘোরালে দেখা যায়, হিন্দি-ইংরাজির সঙ্গে যে রাজ্য়ের মেট্রো সেই রাজ্য়ের ভাষা লেখা। কিন্তু বেঙ্গালুরু মেট্রোর (Bengaluru Metro) একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্রমশ ভাইরাল (Viral) হচ্ছে। যেখানে শুধুই কন্নড় এবং ইংরাজি ভাষায় লেখা। আপনার মনে হতে পারে এটি আবার কোনও বড় বিষয় না-কি? কিন্তু অবাক ব্য়াপার হল মেট্রোতে আটকানো নির্দেশগুলি কন্নড় ভাষায়, যার হিন্দি অনুবাদ একটি স্টিকার দিয়ে ঢাকা হয়েছে। এক ব্য়ক্তি সেই স্টিকারগুলি তুলে দিতেই হিন্দি লেখা গুলি বেরিয়ে পরে। আর সেই ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বেঙ্গালুরু মেট্রোর নির্দেশগুলি দেখাচ্ছেন। আর তিনি দেখালেন নির্দেশগুলি শুধুই কন্নড় এবং ইংরাজি ভাষায় লেখা। হিন্দি লেখা গুলিকে স্টিকার দিয়ে ঢাকা হয়েছে। আর তারপরেই প্রশ্ন করে বসলেন, “হিন্দি ভাষায় কেন লেখা নেই? ওরা ঢেকে দিয়েছে ইচ্ছাকৃত। আমি বুঝতে পারি না দক্ষিণ ভারতে হিন্দি ভাষাকে এত ঘৃণা কেন করে?” এই কথা বলেই তিনি হাত দিয়ে স্টিকারগুলিকে তুলে দেন। আর সেই স্টিকার সরিয়ে ফেলতেই হিন্দি ভাষা দেখা যায়। যে ব্যক্তি ভিডিয়োটি পোস্ট করেছেন তার নাম অক্ষত গুপ্তা। ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “দক্ষিণ ভারতে হিন্দির প্রতি এত ঘৃণা কেন? কেন স্টিকারের সাহায্য়ে হিন্দি নির্দেশ লুকানো হয়েছে?

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্য়েই 7 লাখেরও বেশি ভিউ হয়েছে এবং 11 লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। ভিডিয়োটি নেটিজ়েনদের মধ্য়ে একটি আলোড়ন সৃষ্টি করেছে। কর্ণাটকে হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। ভাষা কর্মীরা অক্ষত গুপ্তার অফিসে গিয়েছিলেন। আর তারপরেই অক্ষত গুপ্তা একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছে। যেখানে তিনি বেঙ্গালুরু মেট্রোতে হিন্দি নির্দেশাবলী লুকিয়ে থাকা স্টিকারগুলি সরানোর জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “আমি ভুলবশত এই স্টিকারগুলি সরিয়ে ফেলেছি, তার এর জন্য আমি দুঃখিত। আমি আঞ্চলিক ভাষার উপর হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেও। আমি আমার কর্মক্ষেত্রকে সম্মান করি। দয়া করে আমার ক্ষমা গ্রহণ করুন।”

এই পোস্টে কমেন্টের ঝড় ওঠে। এক ব্যবহারকারী লিখেছেন, “দিল্লি মেট্রোতে কন্নড় ভাষায় লেখা নির্দেশনা আছে? আপনি দেখেছেন।” আরেকজন প্রশ্ন করেছেন, “উত্তর ভারতে দক্ষিণী ভাষাগুলোর প্রতি এত ঘৃণা কেন? আপনার জায়গার মেট্রোতে তেলুগু,কন্নড়,তামিল,মালয়ালম ভাষায় সাইনবোর্ড নেই কেন?” অন্য একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, “আমি দক্ষিণে বসবাসকারী একজন উত্তর ভারতীয় এবং কখনও কোনও ঘৃণার মুখোমুখি হইনি। এই সমস্ত বাজে কথা বলা বন্ধ করুন।”

 

Next Article