আবহাওয়ার যা দশা দিনদিন গরম বেড়েই চলেছে। ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহও দেখা গিয়েছে। গরম এতটাই পড়েছে যে স্কুটির উপর ধোসা তৈরি করে ফেলেছেন এক ব্যক্তি। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্কুটির উপর ধোসা তৈরির এই ভিডিয়ো দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। একঝলক দেখলে বোঝা যাবে যে স্কুটিতে বসার জায়গাটাকেই তাওয়া হিসেবে ব্যবহার করেছেন ওই ব্যক্তি। তারপর বানিয়ে ফেলেছেন ধোসা। আবহবিদরা বলছেন, ২০২২ সাল সত্যিই অন্যতম উষ্ণ বছর। তাপমাত্রা এত বাড়ছে যে দিনদিন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে। কোথাও কোথাও তো তাপমাত্রা ৪৬ ডিগ্রি পার হয়েছে। এর আগে গাড়ির বনেটে ডিমভাজা তৈরির ভিডিয়ো, কিংবা রুটি সেঁকার ভিডিয়ো ভাইরাল হয়েছে। এবার সেই দলেই নাম লিখিয়েছেন এই ব্যক্তি। স্কুটির গরম সিটের উপর তৈরি করে নিয়েছেন ধোসা।
স্কুটির উপর তৈরি হচ্ছে ধোসা, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে একটি ভেসপা স্কুটারের উপর তৈরি হচ্ছে ধোসা। যেভাবে দোকানে গোল চামচ দিয়ে ধোসার তাওয়ার উপর গোল করে ব্যাটার দিয়ে ধোসা তৈরি করা হয়, সেভাবেই এক ব্যক্তি ভেসপা স্কুটারের সিটের উপর ধোসার ব্যাটার গোল করে ছড়িয়ে দিয়েছেন। ভাইরাল ভিডিয়ো দেখেই জানা গিয়েছে যে স্কুটির উপর যখন ধোসা তৈরি করা হয়েছে তখন বাইরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ধোসার ব্যাটার স্কুটির সিটে দেওয়ার পর একটুক্ষণ অপেক্ষা করে তা উলটে দেওয়ার পরেই দেখা গিয়েছে যে ধোসার ব্যাটার একদম নিখুঁত ভাবে ভাজা হয়ে গিয়েছে।
নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে অবাক হয়ে গিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘এই স্কুটির সিট তো ননস্টিক তাওয়ার থেকেও ভাল কাজ করছে।’ কেউ বা বলেছেন দেশে গ্যাসের দাম যে হারে মাঝে মাঝেই বৃদ্ধি পায় এই ব্যক্তি নিঃসন্দেহে এমন আজব পদ্ধতি অবলম্বন করে গ্যাসের বিল বাঁচাতে পারবেন। অনেকে আবার মজা করে বলেছেন এবার থেকে স্কুটি বাইরে নিয়ে গিয়ে তাঁরা এমন পদ্ধতিতে ধোসা তৈরির চেষ্টা করবেন। ধোসা তৈরির পাশাপাশি ডিম ভাজার ভিডিয়ো তৈরির পরামর্শও দিয়েছেন অনেকেই।