Viral Video : মুম্বইয়ে ফের লিয়েন্ডারের সাথে দেখা গেল কিম শার্মাকে

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 07, 2021 | 9:17 AM

এই ছবি ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যেই একটি ভিডিয়োতে আবার এই জুটিকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। কিম শার্মা ও তাঁর মায়ের সাথে হাসপাতালে ঢুকছেন লিয়েন্ডার পেজ। 

Viral Video : মুম্বইয়ে ফের লিয়েন্ডারের সাথে দেখা গেল কিম শার্মাকে

Follow Us

বলিউড অভিনেত্রী কিম শার্মা আর ভারতীয় টেনিস কিংবদন্তী লিয়েন্ডার পেজের একটি ছবি ভাইরাল হয়েছিল। গোয়ার একটি রিসোর্টে বসে প্রাতরাশ করছিলেন তাঁরা। তখন থেকেই এই জুটি ডেট করছেন বলে জল্পনা শুরু হয়।

এই ছবি ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যেই একটি ভিডিয়োতে আবার এই জুটিকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। কিম শার্মা ও তাঁর মায়ের সাথে হাসপাতালে ঢুকছেন লিয়েন্ডার পেজ। 

এই জুটির বারবার সামনে আসাকে অনেকেই নতুন কিছু সম্ভাবনা বলে মনে করছেন। যদিও, এঁদের কেউই এই বিষয়ে কোন মন্তব্য করেননি। লিয়েন্ডারের খেলোয়াড় জীবনের ২৫ তম বার্ষিকীতে কিম শার্মা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছিলেন। তবে থেকেই শুরু হয় চর্চার।  

কিম শার্মা ‘Mohabbatein’ সিনেমায় নিজের সারল্য দিয়ে মন জয় করেছিলেন দর্শকের। এরপর বেশ কিছু সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা যায়। তারপর হঠাৎই যেন হারিয়ে গিয়েছিলেন তিনি।

অন্যদিকে, লিয়েন্ডার পেজ ২০২০-এর শেষেই অবসর নিয়ে নেওয়ার কারণে টোকিও অলিম্পিকে যান নি। 

Next Article