Viral Video: খাটিয়ায় ঘুমোচ্ছিলেন মহিলা, তাঁর উপরেই ফণা তুলে বসল বিরাট কিং কোবরা, তারপর যা হল…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 06, 2023 | 10:35 PM

Latest Viral Video: বাড়ির বাগানে খাটিয়ে পেতে শুয়েছিলেন ওই মহিলা। হঠাৎই একটি কিং কোবরা এসে তার উপর বসে। শুধু বসেই না, মহিলার উপরে উঠে ফণা তোলে বিরাট সাপটি। আর সেই দৃশ্য দেখে পরিবারের লোকজনের ঘাম ছুটতে থাকে।

Viral Video: খাটিয়ায় ঘুমোচ্ছিলেন মহিলা, তাঁর উপরেই ফণা তুলে বসল বিরাট কিং কোবরা, তারপর যা হল...
ভয়ঙ্কর কাণ্ড!!

Follow Us

Latest Viral Video: পৃথিবী যতই উন্নত হোক না কেন, কিং কোবরার নাম শুনে মানুষ চমকাবেনই। সেই কিং কোবরাই যদি আপনার শরীরের উপরে গিয়ে বসে, কেমন লাগবে বলুন তো? ভয়ে আঁতকে উঠবেন নিশ্চয়ই? মাথাটা ঘুরে যাবে নিশ্চয়ই? তেমনই কাণ্ড ঘটে গেল এক মহিলার সঙ্গে। বাড়ির বাগানে খাটিয়ে পেতে শুয়েছিলেন ওই মহিলা। হঠাৎই একটি কিং কোবরা এসে তার উপর বসে। শুধু বসেই না, মহিলার উপরে উঠে ফণা তোলে বিরাট সাপটি। আর সেই দৃশ্য দেখে পরিবারের লোকজনের ঘাম ছুটতে থাকে। কিন্তু মহিলা বিছানা থেকে একচুলও নড়লেন না। আর তা দেখেই নেটিজ়েনরা হতবাক। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

সদ্য ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি খোলা জায়গায় খাটিয়ে পেতে ঘুমাচ্ছেন এক মহিলা। তাঁর অনতিদূরেই গরু, বাছুর-সহ অন্যান্য পশুদেরও বেঁধে রাখা আছে। এমন সময়ই একটি বিপজ্জনক কোবরা এসে খাট বেয়ে উঠতে-উঠতে শেষে মহিলার পিঠের উপরে গিয়ে বসে। তারপর সে এদিক-সেদিক তাকাতে থাকে।

এদিকে মহিলা যখন বুঝতে পারেন, তাঁর উপরে একটি সাপ উঠে বসে আছে তিনি এক ফোঁটাও নড়াচড়া করেন না। ঠিক যেন কোনও এক মূর্তির মতো শুয়েই থাকেন। তবে ভয়ে তিনি চিৎকার করতে শুরু করে দেন। পরিবারের লোকজনকে ডাকাডাকি করতে থাকেন। যদিও মহিলার আওয়াজ শুনে তাঁর পরিবারের সদস্যরা সেখানে চলে এলে সাপটি যথাস্থানেই থেকে যায়। সে-ও এদিক-সেদিক তাকাতে থাকে, মহিলাকে কিছু করার সাহস পায় না।

ভিডিয়োটি দেখতে এখানে ক্লিক করুন

মহিলা যখন বুঝতে পারেন যে, তাঁর জীবন বিপন্ন, তখন তিনি খুব বুদ্ধি করে নিজেকে শান্ত রাখেন। যেভাবে শুয়েছিলেন, ঠিক সেইভাবেই শুয়ে থাকেন, নিঃশ্বাসও আটকে রেখে দিয়েছিলেন বেশ কিছুক্ষণ ধরে। খানিক পরে সাপটি মহিলার কোনও ক্ষতি না করে ওই স্থান ছেড়ে চলে যায়।

IFS অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করেছিলেন। তিনি টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে জানতে চেয়েছিলেন, তাঁদের সঙ্গে এমনটা হল কী করতেন তাঁরা? মাত্র 30 সেকেন্ডের ছোট্ট এই ভিডিয়োর ভিউ প্রায় 76,000 ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ভিডিয়ো দেখে।

Next Article