Viral Video Today: জঙ্গলের প্রাণীদের প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করে যেতে হয়। কখন যে কে শিকারে পরিণত হবে, তা কেউ জানে না। সোশ্যাল মিডিয়ায় জঙ্গলের অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে চোখের জল ধরে রাখা যায় না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি চিতা বাঘ গাছের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে একটি হরিণ শিকার করেছে। আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে প্রশ্ন এসে গিয়েছে যে, চিতা বাঘ আবার গাছে উঠতে পারে নাকি? এটাই প্রথম নয়, আগেও এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে চিতা বাঘকে গাছের উপর উঠে বসে থাকতে দেখা গিয়েছে শিকারের জন্য।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হরিণ নিজের মনে হেঁটে যাচ্ছে। আশেপাশে কেউ নেই। হঠাৎই গাছের উপর থেকে একটি চিতা বাঘ ঝাঁপিয়ে পড়ল হরিণটির গায়ে। হরিণটি কিছু বুঝে ওঠার আগেই চিতা বাঘটি তার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরেই চলল মরণ বাঁচনের লড়াই। কিন্তু অবশেষে হরিণটি কোনওভাবেই পেরে উঠল না। ভিডিয়োটি দেখে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না।
ক্লিপটি ইনস্টাগ্রামে (@bigcatsnamibia) নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। 1 জুন পোস্ট করা ক্লিপটিতে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি 32 হাজার ভিউ পেয়েছে। কেউ কমেন্টে লিখেছেন, “হরিণটি যদি একটুও টের পেত, তাহলে চিতাটি তাকে ধরতে পারত না।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “চিতাবাঘের শিকার করার কৌশল আশ্চর্যজনক।”