সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, নারকেল গাছে একটি চিতাবাঘ খালি উঠছে আর নামছে। আর সেই ভিডিয়োটি নেটিজ়েনদের এক্কেবারে স্তব্ধ করে দিয়েছে। কীভাবে নারকেল গাছে উঠল বাঘটি, প্রশ্ন তুলেছেন নেটপাড়ার লোকজন। ভয়ঙ্কর ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। খুব অল্প সময়ের মধ্যেই তার ভিউ 67,000 ছাপিয়ে গিয়েছে।
Look at the agility of these cats. Somewhere from MH via WhatsApp. That is why leopards are omnipresent in India. pic.twitter.com/LruY3Hfnom
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 18, 2022
পারভিন কাসওয়ান নামের এক আইএফএস অফিসার এই ভিডিয়োটি শেয়ার করেছেন। টুইটারে লিখছেন, “এই চিতাবাঘটির তৎপরতা দেখুন। মহারাষ্ট্রের কোনও এক জায়গার ঘটনা, যা হোয়াটসঅ্যাপে এসেছে। এই কারণেই চিতাবাঘ ভারতে সর্বব্যাপী।”
Leopards are agile and can adapt to all kind of places. From Rocky & dry hills of Rajasthan to High forest of north east. From cities like Bombay & gurgaon to unmanned lands of Himalayas.
Their food range is also wide. Strong and agile. In my opinion most adaptive of the cats. pic.twitter.com/q7TrC3mrly
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 18, 2022
পরবর্তী একটি টুইট বার্তায় তিনি বলেন, কীভাবে চিতাবাঘ প্রায় যে কোনও জায়গায় মানিয়ে নিতে পারে। “চিতাবাঘ চটপটে এবং সব ধরনের জায়গায় মানিয়ে নিতে পারে। রাজস্থানের পাথুরে ও শুষ্ক পাহাড় থেকে উত্তর-পূর্বের উচ্চ বন পর্যন্ত। মুম্বই এবং গুরুগ্রামের মতো শহর থেকে শুরু করে হিমালয়ের মানবহীন ভূমিতে- সর্বত্র দেখা যায় ওদের। তাদের খাবারের পরিধিও বিস্তৃত। শক্তিশালী এবং চটপটে এই প্রাণী আমার খুব পছন্দের।”
“চা বাগান এবং আখের খামারে তাদের সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। চা বাগান তাদের অন্যতম প্রিয় জায়গা। সহজেই খাবার মেলে। ছায়া, বাসস্থানও মেলে। তার থেকেও বড় কথা খুব সহজে ছানা বড় করতে পারে ওরা। মহৎ প্রাণী। ছবিগুলো আমার”, তিনি যোগ করেছেন।