Viral Video: গাছের মগডালে উঠলেন বনের রাজা, নামতে গিয়ে যা হল…হাসির রোল নেটপাড়ায়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 19, 2023 | 11:31 AM

Lion Climbed A Tree: শিকার ধরতে সোজা গাছে উঠে পড়েছে একটি সিংহ। ব্যাস! তারপরেই হল কেলেঙ্কারী। গাছে উঠে তো পড়েছে কিন্তু এবার নামাই মুশকিল। আর নামার চেষ্টা করতেই পিছলে গিয়ে ধপাস করে পড়লো সোজা মাটিতে।

Viral Video: গাছের মগডালে উঠলেন বনের রাজা, নামতে গিয়ে যা হল...হাসির রোল নেটপাড়ায়

Follow Us

Latest Viral Video: গল্পে গরু গাছে ওঠে এমনটা শুনেই থাকবেন। কিন্তু বাস্তবে সিংহ গাছে উঠেছে। শিকার ধরতে সোজা গাছে উঠে পড়েছে একটি সিংহ। ব্যাস! তারপরেই হল কেলেঙ্কারী। গাছে উঠে তো পড়েছে কিন্তু এবার নামাই মুশকিল। আর নামার চেষ্টা করতেই পিছলে গিয়ে ধপাস করে পড়লো সোজা মাটিতে। এমনই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অধিকাংশ নেটিজে়নের মাথায় হাত। আর মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো থেকে আপনি নিশ্চিতভাবেই একটি শিক্ষা পেয়ে যাবেন যে, কেউ যতই শক্তিশালী হোক না কেন বোকামি করলে অবশ্যই তার ফল ভোগ করতে হয়। আর তেমনই কিছু ঘটল জঙ্গলের রাজা সিংহের সঙ্গেও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি সিংহ বনের একটি গাছে উঠে পড়েছে। কিন্তু নামতে পারছে না। ওঠার পর নিশ্চই সিংহ ভেবেছে যে সে উঠে তো পড়েছে, কিন্তু এবার নিচে নামবে কী করে? আর তারপর নামার চেষ্টা করতেই সে পিছলে যেতে থাকে এবং অবশেষে হুরমুরিয়ে মাটিতে পড়ে যায়। এই ভিডিয়োয় সিংহ এমন গাছ থেকে পড়ে যাওয়া দেখে অনেকই অবাক হয়েছেন।

wowafrica নামের একজন ইনস্টাগ্রাম ব্য়বহারকারী ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। এই ভিডিয়েটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “তবে সিংহও কি গাছে উঠতে পারে?” মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিয়োটি 5 হাজারের বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,”এমনও হতে পারে সিংহটা ভুল করে গাছে উঠে পড়েছে।” এ বিষয়ে কমেন্ট করে আরও এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “এখন তো দেখছি সিংহের থেকে বাঁচতে গাছেও ওঠা যাবে না।” কেউ আবার মজার ছলে লিখেছেন,”মাঝে মাঝে সিংহও নিজের ভুল বুঝতে পারে।”

Next Article