Latest Viral Video: ঘরে সাপ ঢুকে গেলে কীরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ভেবে দেখুন তো একবার। ঘরের সেই কোন কোণে সাপ দেখা গিয়েছে, আর সকলে এদিক-সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দেন। তবে এবার যা কাণ্ড ঘটল, আপনি দেখে অবাক হয়ে যাবেন। ভয়ও পেতে পারেন। ছোট্ট ছেলেটা এমনই কাণ্ড ঘটাল, বাড়ির বড়রাও হাঁ হয়ে দেখলেন। বাড়িতে একটি সাপ ঢুকে পড়েছিল। আকার-আয়তনে সে সাপ কোনও অংশে কম যায় না। কিন্তু সেই বিশাল সাপের লেজ নিয়েই ছোট্ট ছেলেটাকে খেলতে দেখা গেল, যা দেখে নেটিজ়েনরা হতবাক।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন অভিরাল শুক্লা নামের এক ব্যক্তি। ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘরে একটি বড় এবং বিপজ্জনক সাপ ধরা পড়েছে। আর সেই সাপটিকে ধরেছে কে? সাপের লেজটা ধরে রেখেছে সেই বাড়ির সবথেকে ছোট সদস্যটি। এদিকে সে সময় পরিবারের বড় সদস্যরা ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে, কেউ আবার এক কোণে ভয়ে সিঁটিয়ে থাকেন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই বাড়িটিতেই একটি মন্দির রয়েছে। মন্দিরে কয়েকজন মহিলা বসে পুজোও করছিলেন। সাপের লেজ ধরে বাচ্চাটি পৌঁছে যায় ওই মন্দিরে। তখন সেখানে বসে থাকা মহিলারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। কিন্তু সে শিশু যেন অকুতোভয়। চরম সাহসে, নির্ভয়ে সে তখনও সাপের লেজ ধরে হাঁটতে থাকে। তারপর দেখা যায়, এক ব্যক্তি বাচ্চাটির হাত ধরে নিয়ে যায়। তবে শিশুটি কোনও মতেই সাপটিকে ছাড়ার বান্দা নয়।
ঠিক যেন খেলনার মতো সাপটিকে ধরেছিল বাচ্চাটি। যদিও সাপটি মোটেই খেলনা ছিল না। ভিডিয়োতে তার পরক্ষণেই দেখা গিয়েছে, সাপটিকে ফোঁস করে উঠতে। কিন্তু শিশুটি তাকে এমন ভাবেই ধরেছে এবং নিয়ে যাচ্ছে যে, সাপটি কোনও রকম সুযোগই পাচ্ছে না। তারপর ওই ব্যক্তি বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেন।
ভিডিয়োটি দেখার পর নেটিজ়েনরা দ্বিধাবিভক্ত। কেউ শিশুর সাহসিকতায় হতভম্ব। কেউ আবার বাচ্চাটির বাবা-মাকে আরও সজাগ হতে বলেছেন। তাঁদের দাবি, বাবা-মায়ের উচিত ছিল শিশুটিকে অবিলম্বে ধরা। একজন মন্তব্য করেছেন, এই সাপটি সম্ভবত হয়তো বিষধর নয়।