Viral Video: শিকলে বাঁধা বাঘকে নিয়ে হাঁটতে বেরোল ছোট্ট ছেলে, নেটিজ়েনদের চোখ কপালে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 03, 2023 | 6:00 PM

Little Boy With A Tiger Viral Video: খুব স্বাভাবিক ভাবেই দর্শকরা এই ঘটনা চাক্ষুষ করার পর স্তম্ভিত। অবিশ্বাস্যকর এই ঘটনা যেন তাঁদের অবাক করে দিয়েছে! অত্যন্ত শৃঙ্খলিত ভাবে বাঘের পাশাপাশি ছোট্ট শিশুটিকে হাঁটতে দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে অনেকের। একটি দুর্বল মানুষ এবং একটি শক্তিশালী বন্য প্রাণীর মিলনের এহেন দৃশ্য যেন অনেকের কাছে বিভ্রান্তিকরও বটে।

Viral Video: শিকলে বাঁধা বাঘকে নিয়ে হাঁটতে বেরোল ছোট্ট ছেলে, নেটিজ়েনদের চোখ কপালে
সাংঘাতিক কাণ্ড!

Follow Us

Little Boy With A Tiger: আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ভরপুর ভাইরাল ভিডিয়োতে। অস্বাভাবিক, অসাধারণ এবং অবর্ণনীয় কার্যকলাপের ভুরি ভুরি উদাহরণ আপনি সেখানেই পেয়ে যাবেন। আর সেই সব ঘটনাই মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। সেরকমই একটি ক্লিপ সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রোমহর্ষক ভিডিয়োতে দেখা যাচ্ছে, চেনে বাঁধা একটি প্রাপ্তবয়স্ক বাঘকে নিয়ে শান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট একটি ছেলে।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @nouman.hassan1 নামের একটি হ্যান্ডেল থেকে। মুহূর্তের মধ্যে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে অন্য আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খুব স্বাভাবিক ভাবেই দর্শকরা এই ঘটনা চাক্ষুষ করার পর স্তম্ভিত। অবিশ্বাস্যকর এই ঘটনা যেন তাঁদের অবাক করে দিয়েছে! অত্যন্ত শৃঙ্খলিত ভাবে বাঘের পাশাপাশি ছোট্ট শিশুটিকে হাঁটতে দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে অনেকের। একটি দুর্বল মানুষ এবং একটি শক্তিশালী বন্য প্রাণীর মিলনের এহেন দৃশ্য যেন অনেকের কাছে বিভ্রান্তিকরও বটে।


ইনস্টাগ্রামে এই ভিডিয়ো দেখার পরে লোকজন নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘মূর্খ এবং ঝুঁকিপূর্ণ’। এই মন্তব্যের পিছনে তাঁদের যুক্তি, বন্যপ্রাণী পোষ মানলেও তার সঙ্গে ছেলেখেলা করাটা সত্যিই বোকামি। তাঁরা আরও দাবি করে বলছেন, বন্যপ্রাণী যতই প্রশিক্ষিত বা নিরাপদে সংযত হোক না কেন, তা যে কোনও সময় বিপজ্জনক হতে উঠতে পারে।

কেউ কেউ আবার ওই বাচ্চাটির মা-বাবার খোঁজ করেছেন। তাঁরা বলছেন, ছেলেটার মা-বাবা কোথায়, বাচ্চাটাকে এভাবে বাঘের সঙ্গে ছেড়ে দিয়েছে কেন! বিপরীতভাবে এমন দর্শকও আছেন, যাঁরা ওই শিশুর সাহসিকতা দেখে বিস্মিত হন এবং ভিডিয়োটিকে ‘মহাকাব্য’ হিসেবে লেবেল করেন। অনেকেই এই ঘটনাতে বিরল এবং রোমাঞ্চকর মনে করেছেন। তাঁরা স্বীকার করে নিয়েছেন, এরকম ঘটনা সত্য়িই দেখা যায় না।

Next Article