AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: “বাবা কিছু খায় না, শুধু কাজ আর কাজ, আমার খুব টেনশন হয়”, ছোট্ট মেয়ের কান্নায় চোখ ভিজল নেটাগরিকদের!

ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে যে কথাগুলি বলেছে, তা যেন এ দেশের প্রতিটা ঘরের বাচ্চাদের প্রশ্ন। কেন তার বাবা এত কাজ করে, কেন তার বাবা সময় মতো খাওয়া দাওয়া করে না, বাবা যে অনেক রোগা হয়ে যাচ্ছে...।

Viral Video: বাবা কিছু খায় না, শুধু কাজ আর কাজ, আমার খুব টেনশন হয়, ছোট্ট মেয়ের কান্নায় চোখ ভিজল নেটাগরিকদের!
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 9:42 PM
Share

ছোট্ট মেয়ের (Little Girl) কান্না শুনে মন গলে গিয়েছে নেটপাড়ার লোকজনের। ভিডিয়োটা কবে রেকর্ড হয়েছিল – সে সম্পর্কে কারও জানা নেই। কিন্তু ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে যে কথাগুলি বলেছে, তা যেন এ দেশের প্রতিটা ঘরের বাচ্চাদের প্রশ্ন। কেন তার বাবা (Father) এত কাজ করে, কেন তার বাবা সময় মতো খাওয়া দাওয়া করে না, বাবা যে অনেক রোগা হয়ে যাচ্ছে…। হতে পারে সে ছোট, তা বলে তো আর বাবার জন্য চিন্তা থেমে থাকতে পারে না। চিন্তা হয় বৈকি, খুব চিন্তা হয়। ভিডিয়োটি খুব ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুরু হচ্ছে কান্না দিয়েই, ভিডিয়ো রেকর্ড করছেন মেয়েটির মা। আর কন্যাকে তিনি জিজ্ঞেস করছেন, “তুমি কাঁদছ কেন?” মেয়ের উত্তর, “তুমি আগে ক্যামেরাটা বন্ধ কর।” ক্যামেরা চলতেই থাকে আর ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে গলগল করে বলতে থাকে, “বাবার কথা আমার খুব মনে পড়ে। বাবা যখন দোকানে যায়, সন্ধ্যে পর্যন্ত কোনও খাবার খায় না। খালি পেটেই কাজ করতে থাকে। কিসসু খায় না। কখনও কিছু খায় না, খালি কাজ আর কাজ। আর না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে।”

কঠিন এই প্রশ্নের উত্তর দিয়ে মেয়েটির মা তখন বলে, “তোমার বাবার খেয়াল আমি রাখি তো। তোমার বাবা সন্ধ্যে বেলা, রাতে সবসময়ই খায়।” কিন্তু কে কার কথা শোনে। ছোট্ট সেই মেয়ে কেঁদেই চলেছে। বলছে, “বাবার জন্য আমার খুবই চিন্তা হয়। এখনও কিছু না খেয়ে চলে গেল। তা আমার চিন্তা হবে না তো কার হবে? দুনিয়ার সব বাচ্চারই তার বাবার জন্য চিন্তা হয়, টেনশন হয়।” তারপর তার মা অনেক বোঝানোর চেষ্টা করেন যে, বাবা রাতে ফিরলে অবশ্যই খাবে। তিনি আরও জানান যে, একজন কাস্টমারের সঙ্গে দেখা করা খুবই জরুরি ছিল।

ফোঁপাতে ফোঁপাতে সে আবার বলতে থাকে, “বাবা খাবার খেয়ে যাক না। তুমি আমাকে একটা কথা বলো, মানুষ খাবার না খেলে কী হবে? সবাই তো খাবার খায়। একমাত্রা আমার বাবাই দেখি খাবার খায় না। খালি পেটে কেউ থাকে।” তার মা তাকে বলার চেষ্টা করেন যে, বাবা কর্মক্ষেত্রে গেলে সঙ্গে খাবার নিয়ে যান। কিন্তু সে মেয়ে নাছোড়বান্দা। বলেই যায়, “বাবার জন্য আমার খুবই চিন্তা হয়।”

ট্যুইটারে এই ভিডিয়োটি খুবই ভাইরাল হয়এছে। ৪ লাখেরও বেশি ভিউ হয়েছে। আর লাইক ছাপিয়ে গিয়েছে প্রায় ১১ হাজারের গণ্ডি। নেটাগরিকদের প্রায় সকলেই এক কথা বলছেন যে, এই ভিডিয়ো তাঁদের আবেগপ্রবণ করে দিয়েছে। একজন ইউজার বলছেন, “এত সুন্দর বাচ্চা যে মা-বাবার রয়েছে, তাঁদের গর্ব বোধ করা উচিত।” আর একজন লিখলেন, “এমন সন্তানের মা-বাবা হতে ভাগ্যবাণ হতে হয়।” কেউ আবার বললেন, “এই কারণেই দুনিয়ার প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: বরফাবৃত লেকে আটকে সারমেয়! কনকনে ঠান্ডায় জামাকাপড় খুলেই উদ্ধার করে নিয়ে এলেন এই যুবক

আরও পড়ুন: নাক টানা নোলকে ঢাকা কনের মুখ, ঢুকছে না ফুচকা! সরিয়ে দিয়ে কৃতিত্বের দাবি বরের

আরও পড়ুন: বাজির শব্দে ভীত পথকুকুরে কান ঢাকল একরত্তি, নেটাগরিকদের মন জিতে নিল এই ভিডিয়ো!