Viral Video: ছোট্ট মেয়েটিকে ঘুমোতে দেবে না সাপেরা, এমন বন্ধুত্ব দেখে নেটিজ়েনরা অবাক
ছোট্ট মেয়েটির নাম আরিয়ানা। সাপ দুটি যে তার পরম বন্ধু, ছোট্ট ভিডিয়োতেই ধরা পড়েছে তা। ইনস্টাগ্রাম রিলের ক্যাপশনে লেখা হচ্ছে, আরিয়ানা হল এই সাপ দুটির সত্যিকারের বন্ধু। ভিডিয়োতে দেখা গেল, আরিয়ানা বিছানায় শুয়ে আছে। আর তার উপর দিয়ে এপ্রান্ত থেকে সেপ্রান্তে চলাফেরা করছে সাপ দুটি। ছোট্ট মেয়েটির মনে বিন্দুমাত্র ভয় নেই।
সাপেরা তাদের রহস্যময় প্রকৃতির জন্যই সবথেকে বেশি পরিচিত। সম্প্রতি একটি ভিডিয়োর মাধ্যমে নেটপাড়ার লোকজনকে রীতিমতো আতঙ্কিত করেছে কয়েকটি সাপ। ভয় ধরিয়েছে, ওই সাপগুলি ছোট্ট একটি মেয়ের সঙ্গে যে ভাবে খেলা করছিল তা দেখে। ফুটেজটিতে দেখা গেল, ছোট্ট একটি মেয়ে বিছানায় শুয়ে আছে, আর তার পাশে রয়েছে দুটি বিশালাকার কালো সাপ। ভয়ঙ্কর সেই দৃশ্য নেটপাড়ার লোকজনের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে।
ছোট্ট মেয়েটির নাম আরিয়ানা। সাপ দুটি যে তার পরম বন্ধু, ছোট্ট ভিডিয়োতেই ধরা পড়েছে তা। ইনস্টাগ্রাম রিলের ক্যাপশনে লেখা হচ্ছে, আরিয়ানা হল এই সাপ দুটির সত্যিকারের বন্ধু। ভিডিয়োতে দেখা গেল, আরিয়ানা বিছানায় শুয়ে আছে। আর তার উপর দিয়ে এপ্রান্ত থেকে সেপ্রান্তে চলাফেরা করছে সাপ দুটি। ছোট্ট মেয়েটির মনে বিন্দুমাত্র ভয় নেই।
View this post on Instagram
আরিয়ানার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ছোট্ট মেয়েটির ইনস্টা পেজ থেকে বিভিন্ন প্রজাতির সাপেদের নিয়ে নানাবিধ কেরামতির ভিডিয়ো দেখা গিয়েছে। তবে এই ভিডিয়োটি যেন সবকিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সাপগুলি যখন আরিয়ানার চারপাশে ঘোরাফেরা করছিল, তখন তাকে কিছুটা হলেও অপ্রস্তুত অবস্থায় দেখা গিয়েছিল। অনেকের কাছেই এই ঘটনা দুঃস্বপ্নে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু ছোট্ট মেয়েটির কাছে এহেন ঘটনা যেন প্রিয়বন্ধুর সঙ্গে দেখা হওয়ারই সমান।
গত অগস্টে ভিডিয়োটি ইনস্টায় শেয়ার করা হয়েছিল। নতুন করে তা ভাইরাল হয়েছে। প্রায় 8,000 এরও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে। আর কমেন্টের যে বন্যা বয়ে গিয়েছে। একজন বললেন, ‘এটাকে খেলনা ভেবে খেললে কিন্তু বিরাট বড় ভুল হবে।’ আর একজন যোগ করলেন, ‘এইরকম পাইথনকে কখনও কেউ বাড়িতে রাখে?’ তৃতীয় একজন জুড়লেন, ‘আমি স্বপ্নেও এরকম ঘটনা ভাবতে পারি না। বাচ্চাটার মা-বাবা কি ওর দিকে একটুও খেয়াল রাখেন না?’