মায়ের বিয়েতে মেয়ের গোঁসা! একরত্তির কাণ্ড দেখে অবাক নেট দুনিয়া

Sohini chakrabarty |

Mar 20, 2021 | 1:54 PM

ইনস্টাগ্রামে গোটা ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন মার্কিন মেকআপ আর্টিস্ট সারা উইকম্যান। তাঁর বিয়েতেই এমন কাণ্ড ঘটিয়েছে তাঁর মেয়ে। একরত্তি মেয়ের রাগ-অভিমান দেখে অবাক হয়েছেন সারা। মায়ের বিয়ের মেয়ের এমন কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরাও।

মায়ের বিয়েতে মেয়ের গোঁসা! একরত্তির কাণ্ড দেখে অবাক নেট দুনিয়া
১৫ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ইনস্টাগ্রাম রিল।

Follow Us

বিয়ের দিন সব কনেই চান, সকলের নজর থাকুক তাঁর দিকে। তবে এবার বিয়ের আসরে নজর কেড়ে নিয়েছে একরত্তি মেয়ে। সে কী গোঁসা তার। সকলের নজর ঘুরে গিয়েছে তারই দিকে। এই ঘটনা ঘটেছে আমেরিকার এক বিয়ের অনুষ্ঠানে। জানা গিয়েছে, বিয়ে হচ্ছিল বাচ্চাটির মায়ের। সাদা গাউনে সেজে স্টেজে উঠেছিলেন তিনি। তখন সামনে হাজির পাত্র।

আরও পড়ুন- চুল কাটতে আগুন-হাতুড়ি-কাচ-মাংস কাটার ছুরি! লাহোরের হেয়ার ড্রেসার আলি আব্বাস ভাইরাল নেট দুনিয়ায়

কিন্তু বিয়ে শুরুর ঠিক আগের মুহূর্তেই স্টেজের নীচে মেঝেতে সটান শুয়ে পড়েছিল ওই বাচ্চাটি। মায়ের মতোই সাদা ফ্রক্ক পরে সেজেছিল সে। কিন্তু মোটেই মায়ের থেক দূরে থাকতে মন চায়নি তার। বরং মায়ের বিয়েতে মায়ের সঙ্গেই স্টেজে থাকার বায়না জুড়েছিল সে। কিন্তু একরত্তির বায়নাকে পাত্তা দেননি কেউ। এরপরই ভয়ানক গোঁসা হয় ওই একরত্তি মেয়ের। মেঝেতে শুরু পড়ে সে। আশেপাশের লোস্কের হাজার অনুরোধ সত্ত্বেও সাফ জানিয়ে দেয় কিছুতেই উঠবে না সে। শেষ পর্যন্ত মা এসে কোলে নিয়ে মান ভাঙে তার। এরপর মায়ের কোলে চড়েই বিয়ের বাকি অনুষ্ঠান কাটিয়েছে ওই ছোট্ট মেয়ে।

ইনস্টাগ্রামে গোটা ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন মার্কিন মেকআপ আর্টিস্ট সারা উইকম্যান। তাঁর বিয়েতেই এমন কাণ্ড ঘটিয়েছে তাঁর মেয়ে। একরত্তি মেয়ের রাগ-অভিমান দেখে অবাক হয়েছেন সারা। মায়ের বিয়ের মেয়ের এমন কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরাও। ১৫ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ইনস্টাগ্রাম রিল। কেউ বলছেন, ‘মেয়ে ছোট হলে কী হবে, রাগ আছে বড়দের মতো।’ কেউ বা বলেছেন, ‘নিজের মান ভাঙানোর দারুণ উপায় বের করেছে ওই একরত্তি।’

Next Article