বাইক নিয়ে স্টান্ট দেখাতে বেরিয়েছিলেন দুই বন্ধু। সেই স্টান্টের আবার ভিডিয়োও তোলা হয়েছিল। তারপর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই দেখা দিল বিপদ। বিপজ্জনক বাইক স্টান্ট করার দায়ে দুই তরুণীকে মোটা টাকা জরিমানা করেছে গাজিয়াবাদ পুলিশ। ২৮ হাজার টাকা জরিমানার সঙ্গে ট্র্যাফিকের নিয়ম ভাঙার অভিযোগও দেওয়া হয়েছে ওই দুই তরুণীর বিরুদ্ধে।
আরও পড়ুন- চুল কাটতে আগুন-হাতুড়ি-কাচ-মাংস কাটার ছুরি! লাহোরের হেয়ার ড্রেসার আলি আব্বাস ভাইরাল নেট দুনিয়ায়
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল দুই তরুণীর বাইক স্টান্টের ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছিল, বাইক চালাচ্ছেন রেসলার অর্থাৎ কুস্তিগীর স্নেহা রঘুবংশী। আর তাঁর কাঁধে ভর দিয়ে চড়ে বসেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শিবাঙ্গী দাবাস। গাজিয়াবাদ রোডের উপর বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন এই দু’জন। সূত্রের খবর, গত শনিবার এই ভিডিয়ো করা হয়েছিল। এই ঘটনার ভিত্তিতে গাজিয়াবাদ পুলিশ স্নেহার মা মঞ্জু দেবীর কাছে ১১ হাজার টাকার একটি চালান পাঠান। অন্যদিকে বাইকের আসল মালিক সঞ্জয় কুমারের নামের ১৭ হাজার টাকার একটি চালান কেটেছে গাজিয়াবাদ পুলিশ। শোনা গিয়েছে, স্নেহা এবং শিবাঙ্গী সবে নিজেদের লার্নার্স লাইসেন্স পেয়েছিলেন। দু’জনের বয়স এখনও ২০-র গণ্ডি পেরোয়নি।
গাজিয়াবাদের এসপি (ট্র্যাফিক) রামানন্দ কুশওয়াহা জানিয়েছেন, একাধিক ট্র্যাফিক নিয়ম ভাঙার অভিযোগে এই দুই তরুণীর বিরুদ্ধে চালান কাটা হয়েছে। লাইসেন্স ছাড়া বাইক চালানো, প্রশাসনের অনুমতি ছাড়া পাবলিক প্লেসে বাইক নিয়ে স্টান্ট দেখানোর পাশাপাশি ভুয়ো নম্বর প্লেট এবং ট্রিপল রাইডিং— এইসব অভিযোগ রয়েছে এই দুই তরুণীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গাজিয়াবাদের মধুবন বাপুধামের কাছে এই ভিডিয়ো বানিয়েছিলেন স্নেহা এবং শিবাঙ্গী।
তবে শিবাঙ্গীর কথায়, তাঁরা কেবল স্টান্ট প্র্যাকটিস করছিলেন। আর ভিডিয়ো করার জন্য ওই জায়গা নাকি নিরাপদ ছিল। নিছক মজার জন্য এই ভিডিয়ো বানিয়েছিলেন তাঁরা। জানতেন না যে এই ভিডিয়ো নিয়ে এত সমালোচনা হবে।