চুল কাটতে আগুন-হাতুড়ি-কাচ-মাংস কাটার ছুরি! লাহোরের হেয়ার ড্রেসার আলি আব্বাস ভাইরাল নেট দুনিয়ায়

Sohini chakrabarty |

Mar 18, 2021 | 2:01 PM

আলি জানিয়েছেন, মাংস কাটার বড় ছুরি, কাচের টুকরো, হাতুড়ি কিংবা আগুন--- এইসব দিয়ে চুল কাটার ব্যাপারটা একটা এক্সপেরিমেন্টের চোখে দেখেন তিনি।

Follow Us

লাহোরের যুবক আলি আব্বাস। পেশায় তিনি হেয়ার ড্রেসার। তবে চমক রয়েছে অন্য জায়গায়। কারণ চুল কাটার সময় কাঁচির তুলনায় আলির বেশি পছন্দ ভাঙা কাচের টুকরো, হাতুড়ি কিংবা কসাইখানায় থাকা মাংস কাটার পেল্লাই ছুরি। এমনকি চুল কাটার সময় আগুনের ব্যবহারও করেন তিনি।

আরও পড়ুন- ‘ধীরে চালাও, প্লিজ আমায় নামিয়ে দাও’, ফের ভাইরাল প্যারাগ্লাইডিংয়ের মজার ভিডিয়ো

আলির এ হেন শখ শুনে এক ঝলকে পাগলামি মনে হলেও, বাস্তবে ঠিক এমনটাই হয়। হেয়ারড্রেসার আলির স্যালোন রয়েছে লাহোরে। শুধু পুরুষ নন, মহিলারাও আলির চুল কাটার এই অভিনব স্টাইল বেজায় পছন্দ করেন। প্রথমবার যিনি চুল কাটাতে আসেন, তিনি একটু ভয় পান বটে। তবে ফাইনাল টাচ পেয়ে হেয়ার স্টাইল দেখে একগাল হেসে আলিকে বলে যান, আবার আসবেন তাঁর কাছেই। নিজের দেশের কাস্টোমার ছাড়াও আলির দোকানে ভিড় জমান লাহোরে আসা বিদেশিরাও। লাহোরের অনেকেই একডাকে চেনেন এই হেয়ার ড্রেসারকে।

তবে সবটাই কী নিছক শখ! আলি জানিয়েছেন, মাংস কাটার বড় ছুরি, কাচের টুকরো, হাতুড়ি কিংবা আগুন— এইসব দিয়ে চুল কাটার ব্যাপারটা একটা এক্সপেরিমেন্টের চোখে দেখেন তিনি। কিন্তু তা বলে গ্রাহকদের উপর এমনি এমনি এসব পরীক্ষা-নিরীক্ষা চালান না তিনি। বরং এক বছর ধরে এই অভিনব উপায়ে চুল কাটার জন্য প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

আলির কথায়, “রোজই নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কোনও উপায়ে চুল কাটার কথা ভাবি। মন থেকে নিজের কাজটা করি।” আর মন থেকে সবটা করেন বলেই বোধহয় আলি আব্বাসের কাস্টোমাররাও তাঁর এই অভিনব হেয়ার স্টাইলিং পদ্ধতি বেজায় পছন্দ করেন। বারবার ফিরে আসেন আলির স্যালোনে।

লাহোরের যুবক আলি আব্বাস। পেশায় তিনি হেয়ার ড্রেসার। তবে চমক রয়েছে অন্য জায়গায়। কারণ চুল কাটার সময় কাঁচির তুলনায় আলির বেশি পছন্দ ভাঙা কাচের টুকরো, হাতুড়ি কিংবা কসাইখানায় থাকা মাংস কাটার পেল্লাই ছুরি। এমনকি চুল কাটার সময় আগুনের ব্যবহারও করেন তিনি।

আরও পড়ুন- ‘ধীরে চালাও, প্লিজ আমায় নামিয়ে দাও’, ফের ভাইরাল প্যারাগ্লাইডিংয়ের মজার ভিডিয়ো

আলির এ হেন শখ শুনে এক ঝলকে পাগলামি মনে হলেও, বাস্তবে ঠিক এমনটাই হয়। হেয়ারড্রেসার আলির স্যালোন রয়েছে লাহোরে। শুধু পুরুষ নন, মহিলারাও আলির চুল কাটার এই অভিনব স্টাইল বেজায় পছন্দ করেন। প্রথমবার যিনি চুল কাটাতে আসেন, তিনি একটু ভয় পান বটে। তবে ফাইনাল টাচ পেয়ে হেয়ার স্টাইল দেখে একগাল হেসে আলিকে বলে যান, আবার আসবেন তাঁর কাছেই। নিজের দেশের কাস্টোমার ছাড়াও আলির দোকানে ভিড় জমান লাহোরে আসা বিদেশিরাও। লাহোরের অনেকেই একডাকে চেনেন এই হেয়ার ড্রেসারকে।

তবে সবটাই কী নিছক শখ! আলি জানিয়েছেন, মাংস কাটার বড় ছুরি, কাচের টুকরো, হাতুড়ি কিংবা আগুন— এইসব দিয়ে চুল কাটার ব্যাপারটা একটা এক্সপেরিমেন্টের চোখে দেখেন তিনি। কিন্তু তা বলে গ্রাহকদের উপর এমনি এমনি এসব পরীক্ষা-নিরীক্ষা চালান না তিনি। বরং এক বছর ধরে এই অভিনব উপায়ে চুল কাটার জন্য প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

আলির কথায়, “রোজই নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কোনও উপায়ে চুল কাটার কথা ভাবি। মন থেকে নিজের কাজটা করি।” আর মন থেকে সবটা করেন বলেই বোধহয় আলি আব্বাসের কাস্টোমাররাও তাঁর এই অভিনব হেয়ার স্টাইলিং পদ্ধতি বেজায় পছন্দ করেন। বারবার ফিরে আসেন আলির স্যালোনে।

Next Article