‘ল্যান্ড করা দে’— ২০১৯ সালে ভাইরাল হয়েছিল এই সংলাপ। নেপথ্যে ছিলেন ভিপিন সাহু। ভাইরাল হয়েছিল তাঁর প্যারাগ্লাইডিংয়ের ভিডিয়ো। এবার ভিপিনেরই এক জুড়িদার ফের ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়। দু’বছর আগের ভিপিনের ভিডিয়ো মনে করাচ্ছেন ওই মহিলা।
আরও পড়ুন- ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থেকে পড়ে গেল একরত্তি! ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা
‘ইনক্রেডিবল হিমালয়া’ নামের এক ট্র্যাভেল এজেন্সির তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে দেখা গিয়েছে, প্যারাগ্লাইডিং করতে গিয়ে তুমুল চিৎকার জুড়েছেন এক মহিলা। জানা গিয়েছে, হিমাচলপ্রদেশের খাজ্জিয়ারে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন ওই মহিলা। তবে অভিযান শুরু হতেই ভয়ে-আতঙ্কে চিল-চিৎকার জুড়ে দেন তিনি। শুধু তাই নয়, শুরুর দিকে তিনি এতটাই ভয়ে ছিলেন যে, চোখও খুলতে পারেননি।
প্যারাগ্লাইডিং চলাকালীন ওই মহিলাকে বারবার বলতে শোনা গিয়েছে, ‘ধীরে চালাও’। তারপরই ওই মহিলাকে ফের বলতে শোনা গিয়েছে, ‘আমায় নীচে নামিয়ে দাও প্লিজ’। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই হাসির রোল উঠেছে। নেটিজ়েনরা ওই মহিলাকে ইতিমধ্যেই ভিপিনের ‘দিদি’ খেতাবও দিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, ‘ল্যান্ড করা দে’- র নেপথ্যে থাকা ভিপিনের সিসির খোঁজ পাওয়া গিয়েছে খাজ্জিয়ারে।
টুইটারে অসংখ্য মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। মহিলার অভিব্যক্তি দেখে হেসে গড়াচ্ছেন সকলেই। সেই সঙ্গে অনেকে আবার বলছেন। দু’বছর আগের ভিডিয়ো আর ভিপিনের কথা মনে করিয়ে দিয়েছেন এই মহিলা। অনেকে আবার বলেছেন, এত যদি ভয় তাহলে প্যারাগ্লাইডিং করার দরকার কি।
‘ল্যান্ড করা দে’— ২০১৯ সালে ভাইরাল হয়েছিল এই সংলাপ। নেপথ্যে ছিলেন ভিপিন সাহু। ভাইরাল হয়েছিল তাঁর প্যারাগ্লাইডিংয়ের ভিডিয়ো। এবার ভিপিনেরই এক জুড়িদার ফের ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়। দু’বছর আগের ভিপিনের ভিডিয়ো মনে করাচ্ছেন ওই মহিলা।
আরও পড়ুন- ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থেকে পড়ে গেল একরত্তি! ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা
‘ইনক্রেডিবল হিমালয়া’ নামের এক ট্র্যাভেল এজেন্সির তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে দেখা গিয়েছে, প্যারাগ্লাইডিং করতে গিয়ে তুমুল চিৎকার জুড়েছেন এক মহিলা। জানা গিয়েছে, হিমাচলপ্রদেশের খাজ্জিয়ারে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন ওই মহিলা। তবে অভিযান শুরু হতেই ভয়ে-আতঙ্কে চিল-চিৎকার জুড়ে দেন তিনি। শুধু তাই নয়, শুরুর দিকে তিনি এতটাই ভয়ে ছিলেন যে, চোখও খুলতে পারেননি।
প্যারাগ্লাইডিং চলাকালীন ওই মহিলাকে বারবার বলতে শোনা গিয়েছে, ‘ধীরে চালাও’। তারপরই ওই মহিলাকে ফের বলতে শোনা গিয়েছে, ‘আমায় নীচে নামিয়ে দাও প্লিজ’। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই হাসির রোল উঠেছে। নেটিজ়েনরা ওই মহিলাকে ইতিমধ্যেই ভিপিনের ‘দিদি’ খেতাবও দিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, ‘ল্যান্ড করা দে’- র নেপথ্যে থাকা ভিপিনের সিসির খোঁজ পাওয়া গিয়েছে খাজ্জিয়ারে।
টুইটারে অসংখ্য মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। মহিলার অভিব্যক্তি দেখে হেসে গড়াচ্ছেন সকলেই। সেই সঙ্গে অনেকে আবার বলছেন। দু’বছর আগের ভিডিয়ো আর ভিপিনের কথা মনে করিয়ে দিয়েছেন এই মহিলা। অনেকে আবার বলেছেন, এত যদি ভয় তাহলে প্যারাগ্লাইডিং করার দরকার কি।