ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থেকে পড়ে গেল একরত্তি! ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা

Sohini chakrabarty |

Mar 17, 2021 | 11:17 AM

টুইটারে ১০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন।

ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থেকে পড়ে গেল একরত্তি! ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা
'দ্য সান' প্রথম এই ভিডিয়ো পেশ করেছে।

Follow Us

চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়েছে এক শিশু। তাও আবার ব্যস্ত এক রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকরা। ‘দ্য সান’ প্রথম এই ভিডিয়ো পেশ করেছে। তারপর শিরিন খান নামের এক টুইটারিয়ান এই ভিডিয়ো শেয়ার করেন নিজের টুইটার হ্যান্ডেল। এরপরই ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।

আরও পড়ুন- ‘ধীরে চালাও, প্লিজ আমায় নামিয়ে দাও’, ফের ভাইরাল প্যারাগ্লাইডিংয়ের মজার ভিডিয়ো

ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার মোড়ে আচমকাই একটি গাড়ির পিছনের অংশ খুলে পড়ে গিয়েছে এক ছোট্ট বাচ্চা। এদিকে ব্যস্ত রাস্তার মোড়ে তখন চারপাশ থেকে ধেয়ে আসছে গাড়ি। সিগন্যাল খোলা থাকায় কোনও গাড়িই দাঁড়ায়নি। বাচ্চাটি অবশ্য পড়ে যাওয়ার পর নিজেই উঠে দাঁড়িয়েছে। ছুটে এগোতে গিয়েছে নিজের গাড়ির দিকে। তার ঠিক পিছনে আসা একটি গাড়ি তখন কোনওমতে গতি কমিয়েছে।

পিছন থেকে আসা অন্যান্য গাড়ি-বাস-স্কুটার-বাইকও সাময়িক ভাবে গতি কমিয়ে থেমে গিয়েছে। এদিকে যে গাড়িতে বাচ্চাটি ছিল সেই গাড়িটি কিছুদূর গিয়ে তখন দাঁড়িয়ে গিয়েছে। নিজের গাড়ির দিকে ছুটতে শুরু করে বাচ্চাটি। এদিকে তখনও সিগন্যাল খোলা থাকায় ব্যস্ত রাস্তার মোড়ের বিভিন্ন দিক থেকে ছুটে আসছিল গাড়ি। দিশাহারা হয়ে বাচ্চাটিও এদিক-ওদিক তাকাতে থাকে। তখনই স্কুটারে চড়ে আসা ব্যক্তি বাচ্চাটিকে হাত ধরে টেনে নেন নিজের কাছে।

ততক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে এগিয়ে আসতে দেখা যায় আর এক ব্যক্তিকে। তাঁর সঙ্গেই ছিল ওই বাচ্চাটি। তিনি এসে বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে যান। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে ওই বাচ্চাটি। একটু এদিক-ওদিক হলেই সাংঘাতিক বিপদ হতে পারত। প্রাণের ঝুঁকি হতে পারত বাচ্চাটির। তবে বরাত জোরে এবার বেঁচে গিয়েছে সে। কিন্তু কীভাবে গাড়ি থেকে বাচ্চাটি পড়ে গেল? গাড়ির বাকি যাত্রীরা তাহলে কতটা অসতর্ক ছিলেন? এইসব প্রশ্নই তুলেছেন নেটিজ়েনরা। টুইটারে ১০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। গাড়ির সব দরজার লক যাতে সঠিকভাবে কাজ করে এবং বাচ্চাদের নিয়ে যাতায়াত করলে যাত্রীরা যেন আরও বেশি সতর্ক থাকেন, সেই কথাই বারবার বলেছেন টুইটারিয়ানরা।

Next Article