Viral Video: পিস্তল দিয়ে কেকে গুলি করে বার্থ ডে সেলিব্রেশন! গুণধরকে গ্রেফতার করে টুইটারে ‘মজা’ করল দিল্লি পুলিশ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 02, 2023 | 2:12 PM

Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, বার্থ ডে সেলিব্রেশনের জমজমাট পার্টি। সেখানে এককাট্টা হয়েছেন বহু মানুষ। ভিডিয়োতে তাঁদের হই হুল্লোড়ও শোনা যাচ্ছে। যাকে ঘিরে এত উচ্ছ্বাস আর উন্মাদনা তাকে দেখা যায় পিস্তল উচিয়ে কেকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে।

Viral Video: পিস্তল দিয়ে কেকে গুলি করে বার্থ ডে সেলিব্রেশন! গুণধরকে গ্রেফতার করে টুইটারে মজা করল দিল্লি পুলিশ
ভয়ঙ্কর ঘটনা।

Follow Us

Latest Viral Video: শনিবার 1 এপ্রিল দিল্লি পুলিশ (Delhi Police) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার কারণটা বড়ই অদ্ভুত। মোমে ফুঁ দিয়ে নয়, পিস্তলের (Pistol) গুলি ছুড়ে জন্মদিনের কেক (Birthday Cake) কেটেছেন সেই ব্যক্তি। ভয়ঙ্কর ফুটেজটি শেয়ার করেছে দিল্লি পুলিশ। সেখানেই দেখা গিয়েছে, ব্যাকগ্রাউন্ডে যখন বাজি ফাটছে তখন সেই ব্যক্তি পিস্তল দিয়ে কেকে গুলি করে তা কাটছেন। আর সেই বার্থডে পার্টিতে আগত অতিথিরা বিরল মুহূর্তটির সেলিব্রেশন করছেন। দিল্লি পুলিশের শেয়ার করা এই ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়ার আনাচকানাচে ছড়িয়ে পড়েছে, ব্যাপক ভাইরাল হয়েছে।

টুইটার পোস্টে ভিডিয়োটি শেয়ার করা সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ সমগ্র ঘটনাটির বর্ণনাও করেছে। তবে ভিডিয়োতে অভিযুক্তের মুখটি ব্লার করা হয়েছে। পরিস্থিতির বর্ণনা করতে গিয়েছে দিল্লি পুলিশ লিখছে, আগ্নেয়াস্ত্র দিয়ে কেক কাটার পরিণাম শেষ পর্যন্ত পুলিশ আটক করেছে ব্যক্তিকে। শুধু তাই নয়। ভিডিয়োতে একটু মজা করে এই মুহূর্তের সবথেকে সেরা মিম অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির ‘মিউজ়িক’ বলা অংশটিও জুড়ে দিয়েছে দিল্লির পুলিশ ডিপার্টমেন্ট। তাতে সিরিয়াস একটা ভিডিয়ো মজার অন্য স্তরে চলে গিয়েছে।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই দিল্লি পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে। তারা জানিয়েছে, রাজধানীর নেব সরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযুক্তের বাড়ি থেকে পুলিশ 315 বোরের দেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনের 25 নম্বর ধারায় মামলাও দায়ের করা হয়েছে পুলিশের তরফে।


ভিডিয়োতে দেখা গেল, বার্থ ডে সেলিব্রেশনের জমজমাট পার্টি। সেখানে এককাট্টা হয়েছেন বহু মানুষ। ভিডিয়োতে তাঁদের হই হুল্লোড়ও শোনা যাচ্ছে। যাকে ঘিরে এত উচ্ছ্বাস আর উন্মাদনা তাকে দেখা যায় পিস্তল উচিয়ে কেকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে। তবে কেউ ভাবতে পারেননি যে, তিনি পিস্তল দিয়েই কেকটা কাটবেন। সকলকে চমকে দিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে কেক কাটলেন। তারপর সেই বন্দুকের নলে দেখা গেল কেক লেগে রয়েছে।

1 এপ্রিল ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। একদিন অতিবাহিত হতে না হতেই টুইটারে ভিডিয়োর ভিউ 48.6K। প্রতিবেদনটি লেখার সময়ই এই পরিসংখ্যান নজরে এসেছে। আর সেই সংখ্যাটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সামাজিক সচেতনতা তৈরি করতে পুলিশ বাহিনীর অতন্দ্র প্রহরার বিষয়টি প্রশংসিত হয়েছে টুইটারে। একজন ব্যবহারকারী লিখছেন, “দিল্লি পুলিশের জবাব নেই। খুব ভাল কাজ করেছেন তারা।” আর একজন যোগ করেছেন, “দিল্লি পুলিশ যদি ব্যবস্থা নিতে চায়, তাহলে তাদের কাছে অসম্ভব বলে কিছুই নেই।”

Next Article