Viral Video: অ্যানাকোন্ডার কামড় খেতে হাত বাড়িয়ে দিলেন ব্যক্তি, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 06, 2023 | 6:12 PM

Viral Video Today: সেই ব্যক্তিকে দেখা গিয়েছে, স্বেচ্ছায় বিশালাকার একটি অ্যানাকোন্ডার কাছ থেকে কামড় খেতে। প্রথমে বেশ কিছুক্ষণ ধরে সরীসৃপটিকে ধরে তিনি ব্যাখ্যা করছিলেন। তারপর ক্যামেরা যখন তাঁর হাতের দিকে এগিয়ে গেল, তখন দেখা গেল সেখানে রীতিমতো দাঁত বসানোর চেষ্টা করছে সাপটি।

Viral Video: অ্যানাকোন্ডার কামড় খেতে হাত বাড়িয়ে দিলেন ব্যক্তি, তারপর...
ভয়ানক কাণ্ড!

Follow Us

Latest Viral Video: সাপেরা আমাদের শরীরে শিহরণ জাগায়। চোখের সামনে বা টিভির পর্দায়, সাপ দেখলে অল্প বিস্তর আমরা সকলেই প্রায় ভয় পাই। তবে এমন কিছু মানুষদের দেখলেও আমরা বিস্মিত হই, সাপেদের সঙ্গে যাঁদের অপার ভালবাসা। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়ো, সেরকমই এক ব্যক্তির সন্ধান দিয়েছে আমাদের। সেই ব্যক্তিকে দেখা গিয়েছে, স্বেচ্ছায় বিশালাকার একটি অ্যানাকোন্ডার কাছ থেকে কামড় খেতে। প্রথমে বেশ কিছুক্ষণ ধরে সরীসৃপটিকে ধরে তিনি ব্যাখ্যা করছিলেন। তারপর ক্যামেরা যখন তাঁর হাতের দিকে এগিয়ে গেল, তখন দেখা গেল সেখানে রীতিমতো দাঁত বসানোর চেষ্টা করছে সাপটি।

ইনস্টাগ্রামে World_of_snakes নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এটা বিপজ্জনক। কখনও চেষ্টা করবেন না।” তবে, অ্যানাকোন্ডাগুলি সত্যিই বিষাক্ত কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। প্রশ্নের উত্তর হল, একটা অ্যানাকোন্ডা কাউকে কামড়াতে পারে। এই ধরনের সাপের কামড় অবশ্যই শরীরের সেই অংশে আঘাত করে যেখানে কামড়ানো হয়। তবুও, অ্যানাকোন্ডার কামড় মারাত্মক না-ও হতে পারে। কারণ, অ্যানাকোন্ডা কামড়ের মাধ্যমে বিষ বের করে শিকারকে হত্যা করে না। বরং, শিকারের শরীরকে পেঁচিয়ে ধরে এবং শ্বাসরুদ্ধ না হওয়া পর্যন্ত চেপে ধরেই থাকে।


এই ভিডিয়োতে দেখা গিয়েছে, সাপটি ওই ব্যক্তির পা আঁকড়ে ধরেছে। আর তিনি তখন সাপটির মাথায় মাথা চেপে ধরেন এবং মুখটি খুলে দেখানোর চেষ্টা করেন। এরপরে তিনি যা করে দেখালেন, তা সত্যিই ভয় ধরানোর মতো। লোকটি সাপটিকে তার মুখ খুলতে বাধ্য করে এবং তার মধ্যে হাত রাখে। যথারীতি অ্যানাকোন্ডা তার নিচের এবং উপরের চোয়ালে হাত দিয়ে চাপ দেয়। পরবর্তীতে যখন সাপটি হাত ছেড়ে দেয়, তখন আমরা লোকটির হাতে রক্তের দাগ দেখতে পাই।

প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। একজন ব্যবহারকারী বলেন, “যখন আপনি সাপকে সত্যিই ভালবাসেন, তখন সে যতই কামড় দিক না কেন, আপনি কিছুই মনে করবেন না।” আর একজন ব্যবহারকারী যোগ করলেন, “এরকম ভাবে সাপটাকে দেখানোর কি কোনও দরকার ছিল?” আর একজন যোগ করলেন, “অ্যানাকোন্ডাকে এভাবে চাপ দেওয়ার ফল ভুগতে হতে পারে।”

Next Article