আপনি কি খাদ্যরসিক? তাহলে কেউ যদি আপনার মুখের গ্রাস কেড়ে নিতে যায়, কিংবা খাবারে ভাগ বসাতে চায়, তাহলে ঠিক কি করবেন আপনি?
আপনি যাই করুন না কেন, ভোজনরসিক এক ব্যক্তি কিন্তু সটান পাখির পেটে ঘুষি মেরেছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, খাবার হাতে এগিয়ে আসছেন এক ব্যক্তি। তাঁর পিছনে ধাওয়া করেছে একটি সি-গাল (এক বিশেষ সামুদ্রিক পাখি)। কিন্তু পাখি যে পিছনে ধাওয়া করেছে, সেটা টের পেয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাই খাবার বাঁচাতে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। উড়ে আসা পাখির পেটে সজোরে এক ঘুষি মেরেছেন তিনি।
ওই ব্যক্তির এমন কাণ্ডে বোধহয় চমকে গিয়েছিল পাখিটিও। উল্টো দিকে উড়ে পালিয়ে গিয়েছে সে। এই ভিডিয়ো দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। অনেকে বলছেন, বেচারা পাখি একটু সুস্বাদু খাবার চেখে দেখতে এসেছিল। কিন্তু ওই ব্যক্তি যে এমন বক্সিংয়ের পাঞ্চ দেবেন তা কে জানত। তবে পাখির পেটে ঘুষি মেরে উড়িয়ে দেওয়ার পরও ওই ব্যক্তির মধ্যে কিন্তু কোনও হেলদোল দেখা যায়নি। দিব্যি ক্যামেরার দিকে তাকিয়ে হেলেদুলে এগিয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন- দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার লাউঞ্জে হাজির বাঁদর, একে একে চেখে দেখল সব খাবার
সত্যিই বাস্তব জীবনেও বোধহয় এমনই দেখা যায়। ভোজনরসিকদের খাবারে ভাগ বসালে আর নিস্তার নেই। ধরা পড়লে মারধর খাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। নিদেনপক্ষে যাঁর সাধের খাবারে ভাগ বসাবেন একবার তাঁর তাড়া তো খাবেনই। আর সে যাত্রায় মানুষ হোক বা পাখি, সকলেরই শাস্তি কিন্তু প্রায় এক।
নেটাগরিকদের অনেকে আবার বলেছেন, এই ভিডিয়ো গত বছরই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফের ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
আপনি কি খাদ্যরসিক? তাহলে কেউ যদি আপনার মুখের গ্রাস কেড়ে নিতে যায়, কিংবা খাবারে ভাগ বসাতে চায়, তাহলে ঠিক কি করবেন আপনি?
আপনি যাই করুন না কেন, ভোজনরসিক এক ব্যক্তি কিন্তু সটান পাখির পেটে ঘুষি মেরেছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, খাবার হাতে এগিয়ে আসছেন এক ব্যক্তি। তাঁর পিছনে ধাওয়া করেছে একটি সি-গাল (এক বিশেষ সামুদ্রিক পাখি)। কিন্তু পাখি যে পিছনে ধাওয়া করেছে, সেটা টের পেয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাই খাবার বাঁচাতে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। উড়ে আসা পাখির পেটে সজোরে এক ঘুষি মেরেছেন তিনি।
ওই ব্যক্তির এমন কাণ্ডে বোধহয় চমকে গিয়েছিল পাখিটিও। উল্টো দিকে উড়ে পালিয়ে গিয়েছে সে। এই ভিডিয়ো দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। অনেকে বলছেন, বেচারা পাখি একটু সুস্বাদু খাবার চেখে দেখতে এসেছিল। কিন্তু ওই ব্যক্তি যে এমন বক্সিংয়ের পাঞ্চ দেবেন তা কে জানত। তবে পাখির পেটে ঘুষি মেরে উড়িয়ে দেওয়ার পরও ওই ব্যক্তির মধ্যে কিন্তু কোনও হেলদোল দেখা যায়নি। দিব্যি ক্যামেরার দিকে তাকিয়ে হেলেদুলে এগিয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন- দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার লাউঞ্জে হাজির বাঁদর, একে একে চেখে দেখল সব খাবার
সত্যিই বাস্তব জীবনেও বোধহয় এমনই দেখা যায়। ভোজনরসিকদের খাবারে ভাগ বসালে আর নিস্তার নেই। ধরা পড়লে মারধর খাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। নিদেনপক্ষে যাঁর সাধের খাবারে ভাগ বসাবেন একবার তাঁর তাড়া তো খাবেনই। আর সে যাত্রায় মানুষ হোক বা পাখি, সকলেরই শাস্তি কিন্তু প্রায় এক।
নেটাগরিকদের অনেকে আবার বলেছেন, এই ভিডিয়ো গত বছরই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফের ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।