দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার লাউঞ্জে হাজির বাঁদর, একে একে চেখে দেখল সব খাবার

শেষপাতে ফলাহারের ব্যবস্থাও করে নিয়েছিল ওই বাঁদর। ফলে ঝুড়ি থেকে একটা কলা মুখে নিয়ে পালিয়ে যায় সে।

দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার লাউঞ্জে হাজির বাঁদর, একে একে চেখে দেখল সব খাবার
ছবি প্রতীকী।
Follow Us:
| Updated on: May 22, 2021 | 3:19 PM

সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিয়ো নতুন করে ভাইরাল হওয়ার ঘটনাই এখন ট্রেন্ডিং। তেমনই একটি মজার ভিডিয়ো এবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা গিয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার লাউঞ্জে বসে দিব্যি সুস্বাদু, লোভনীয় সব খাবার চেটেপুটে সাফ করছে এক বাঁদর।

ভিডিয়োতে দেখা গিয়েছে, টানা লম্বা টেবিলে সাজানো রয়েছে রকমারি সব খাবার। চোখের সামনে লোভনীয় এত খাবার দেখে আর নিজেকে সামলাতে পারেনি ওই বাঁদর। এক টেবিল থেকে আর এক টেবিলে লাফিয়ে একটার পর একটা খাবার চেখে দেখেছে সে। এদিকে বাঁদর নজরে আসতেই তাকে তাড়ানোর জন্য উদ্যত হয়েছেন এয়ার ইন্ডিয়ার লাউঞ্জের কর্মীরা। ততক্ষণে অবশ্য বিভিন্ন খাবার চেখে দেখে পেট ভরে গিয়েছে বাঁদরটির। তাই আর এদিক ওদিক লাফাতে দেখা যায়নি তাকে।

কিন্তু বেরনোর আগে নিজে ফলাহারের ব্যবস্থা করে নিয়েছে সে। সামনে সাজানো ফলের ঝুড়ি দেখে, একটুও সময় নষ্ট না করে সেখানে একটা কলা মুখে নিয়ে পালিয়েছে সে। কার্যত হাই জাম্প দিয়ে লাউঞ্জ ছেড়ে বেরিয়ে গিয়েছে ওই বাঁদর। তবে এই বাঁদরের কাণ্ডকারখানা সবার প্রথমে এক যাত্রীরই নজরে এসেছিল। নিজের বিমানের জন্য লাউঞ্জের বাইরে অপেক্ষা করছিলেন তিনি। জল তেষ্টা পাওয়ার লাউঞ্জে রাখা ফ্রিজ থেকে জল নিতে এসেছিলেন। আর তখনই তাঁর নজরে আসে এই বাঁদরের কারসাজি।

আরও পড়ুন- সামাজিক দূরত্ব বজায় রাখার এ কেমন উপায়! ট্রেন যাত্রীর কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা

যাত্রীকে দেখেও বিন্দুমাত্র ভয় পায়নি বাঁদরটি। বরং তার নজর ছিল রকমারি খাবারে। এক টেবিল থেকে আর এক টেবিলে লাফিয়ে লাফিয়ে প্রায় সব খাবারই চেখে দেখে নিয়েছিল সে। তারপর পেট ভরে যাওয়ায় শেষ পাতে কলা খাবে বলে ফল নিয়ে চম্পট দিয়েছে ওই বাঁদর।