সামাজিক দূরত্ব বজায় রাখার এ কেমন উপায়! ট্রেন যাত্রীর কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা

এই ভিডিয়ো কবে কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। তবে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার টুইটের পরই নিমেষে তা ভাইরাল হয়ে গিয়েছে। 

সামাজিক দূরত্ব বজায় রাখার এ কেমন উপায়! ট্রেন যাত্রীর কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা
ছবি প্রতীকী
Follow Us:
| Updated on: May 20, 2021 | 10:13 PM

করোনা আবহে কোভিড বিধি মানার জন্য একজন ঠিক কতদূর যেতে পারেন, তারই একটা ঝলক পাওয়া গিয়েছে টুইটারে। সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা একটি ভিডিয়ো টুইট করেছেন, যা দেখে কিছুতেই হাসি চেপে রাখতে পারবেন না আপনি। টুইটারিয়ানরা তো এর মধ্যেই হেসে গড়াচ্ছেন।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনের ভিতর সফর করছেন এক যাত্রী। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিজের চারপাশে প্লাস্টিকের একটা বাক্স রেখেছেন তিনি। কার্যত সেটাইকেই পোশাকের উপর পরেও নিয়েছেন। বিষয়টা ঠিক কেমন? দেখা গিয়েছে, প্লাস্টিকের ওই বাক্সের চারধারে লাগানো রয়েছে চেন। তাই দিব্যি সেই চেন খুলে মাথা গলিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আয়তনে ওই প্লাস্টিকের বাক্স বেশ বড় হওয়ায় ব্যাপারটা আঁটোসাঁটোও হয়নি। খোলামেলাই রয়েছে। ফলে এমন বাক্সের আকারে প্লাস্টিকের রেনকোটের মতো বর্ম পরতে ওই ব্যক্তির মোতেই অসুবিধা হয়নি। মাথা থেকে কোমর পর্যন্ত পুরোটাই ঢাকা পরেছে ওই ট্র্যান্সপারেন্ট বাক্সে।

ট্রেনেরই কোনও যাত্রী খানিক রসিকতা করেই ভিডিয়ো তুলেছেন ওই ব্যক্তির। সেখানে আবার দিব্যি হাসি হাসি মুখে পোজও দিয়েছেন ওই ‘জুগাড়ু’ ব্যক্তি। তারপরই আবার মোবাইল মনোনিবেশ করতে দেখা গিয়েছে তাঁকে। ওই ব্যক্তির সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার এমন অভিনব আইডিয়া দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরা। অনেকেই বলছেন, এই ব্যক্তির তারিফ করবেন নাকি নিন্দে, বুঝতে পারছেন না। বেশিরভাগই অবশ্য হেসে মজা নেওয়ার পরও বলেছেন, সত্যিই ওই ব্যক্তির অভিনব আইডিয়া প্রশংসনীয়। ওনার নিজের এবং অন্য কারও অসুবিধা না হলেই হল। তাহলেই আর কোনও সমস্যা নেই। কোভিড বিধিও মানা হবে। করোনা থেকেও সুরক্ষিত থাকবেন ওই ব্যক্তি।

আরও পড়ুন- তামিলনাড়ুর মন্দিরে চলছে ‘করোনা দেবীর’ পুজো, আয়োজন হয়েছে মহাযজ্ঞের

এই ভিডিয়ো কবে কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। তবে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার টুইটের পরই নিমেষে তা ভাইরাল হয়ে গিয়েছে।