Viral Video: সামান্য অসতর্কতায় প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মধ্যে স্যান্ডউইচ এক ব্যক্তি, জীবন বিপন্ন করে প্রাণ বাঁচালেন দুই RPF কর্মী

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 25, 2022 | 4:31 PM

Coimbatore Viral Video: তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একটি হৃদয়বিদারক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। দুজন RPF কর্মী চলন্ত ট্রেনের নিচে পিষ্ট হওয়া থেকে একজনকে বাঁচিয়েছেন।

Viral Video: সামান্য অসতর্কতায় প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মধ্যে স্যান্ডউইচ এক ব্যক্তি, জীবন বিপন্ন করে প্রাণ বাঁচালেন দুই RPF কর্মী
ভয়ঙ্কর কাণ্ড!!

Follow Us

Tamil Nadu: তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একটি হৃদয়বিদারক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। দুজন RPF কর্মী চলন্ত ট্রেনের নিচে পিষ্ট হওয়া থেকে একজনকে বাঁচিয়েছেন। আরপিএফ ইন্ডিয়া তাদের টুইটারে হ্যান্ডেল থেকে সেই ভিডিয়োটি শেয়ার করেছে। বহু মানুষের নজর কেড়েছে এই ভিডিয়ো।

ভাইরাল হওয়া ক্লিপটি প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজের একটি অংশ। সেখানে দেখা যাচ্ছে RPF সহকারি সাব-ইন্সপেক্টর অরুণজিৎ এবং মহিলা হেড কনস্টেবল পিপি মিনি একজন লোককে স্যান্ডউইচ হওয়া অবস্থা থেকে টেনে বের করার চেষ্টা করছেন। ওই লোকটিকে ট্রেনের বগি ও প্ল্যাটফর্মের ফাঁকে আটকে থাকতে দেখা যায়। ট্রেন থেকে নামার সময় পিছলে যাওয়া লোকটিকে নিরাপদে টেনে আনতে আরপিএফ কর্মীদের কঠোর সংগ্রাম করতে দেখা গিয়েছে ভাইরাল এই ভিডিয়োতে।


ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “বীরত্ব ও সাহসের আরেকটি গল্প! #Everydayheroes RPF ASI অরুণজিৎ এবং লেডি HC P.P. মিনি, তাদের নিজেদের নিরাপত্তার প্রতি সম্পূর্ণ অবহেলা করে, কোয়েম্বাটোরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে আটকে গেলে একজন যাত্রীকে প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে সফল হয়েছেন।”

বহু মানুষ এই ভিডিয়ো দেখে মন্তব্য করেছেন। কেউ ওই RPF কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। কেউ আবার রেলওয়ে স্টেশনে মানুষকে সতর্ক হয়ে চলাফেরা করতে বলেছেন, যাতে RPF কর্মীদের এরকম ঝুঁকি না নিতে হয়।

Next Article
Viral Video: গাছ থেকে এক লাফে কুমিরের উপর ঝাঁপ, জাগুয়ারের ভয়ঙ্কর আক্রমণে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ
Optical Illusion: ডজন খানেক কমলালেবু টুকরোর মাঝে লুকিয়ে একটা তরমুজ, ১ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?