অ্যালকোহল যে কখন কোন মানুষের উপরে কীরকম প্রভাব ফেলবে, তা কেউ জানে না। এমনকি যিনি সেই অ্যালকোহল সেবন করছেন, পান করার কয়েক মুহূর্ত আগেও তিনি আন্দাজ করতে পারেন না যে, একটু পরে তাঁর সঙ্গে কী হতে চলেছে! তবে অ্যালকোহল সেবন করে যে একটু কোলাহল হবে না, তা আবার হয় নাকি! মদ্যপান করার পর মানুষ সামান্য সাহসী হয়ে যান ঠিকই, কিন্তু তা বলে কেউ যে জঙ্গলের রানীকে উত্যক্ত করবেন, ভাবাও যায় না। এক ব্যক্তি তেমনই এক কাণ্ড ঘটালেন। আকণ্ঠ মদ্যপান করে ক্ষুধার্ত এক সিংহীর সামনে মুরগি নিয়ে খেলা করে গেলেন। হাড়হিম করা সেই ভিডিয়ো নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।
ভিডিয়োটি মাত্র 20 সেকেন্ডের। টুইটারে শেয়ার করা হয়েছে তা। প্রচুর মানুষ এই ভিডিয়োতে লাইক এবং কমেন্ট করেছেন। ‘লজিকার থিঙ্কার’ নামক একটি পেজের তরফে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “5 পেগের পর একেই বলে আত্মবিশ্বাস।”
*This is the confidence after having 5 pegs*?? pic.twitter.com/OQqwzCyoDc
— Logical Thinker?????? (@logicalkpm) January 15, 2023
ভিডিয়োটা শুরু হতেই দেখা যায়, চেয়ারে বসে এক মদ্যপ ব্যক্তি বিশাল সিংহীকে তার দু’ফুট দূর থেকে কিছু একটা দেখাচ্ছেন। তার কিছুক্ষণ পরেই দেখা গেল, মদ্যপের হাতে একটি মুরগি রয়েছে। আর সেই মুরগিটাই জঙ্গলের রানীর রাতের আহার, যা তার মুখের সামনে রেখেও যেন দেওয়া হচ্ছে না। সিংহীটা যতই চেষ্টা করে যাচ্ছে ব্যক্তির হাত থেকে মুরগিটাকে নিতে, ততই তিনি প্রাণীটির খাবারকে তার মুখ থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। ব্যাপারটা ঠিক সেরকম যেন, মুখের খাবার তুলে দিয়েও কেড়ে নেওয়ার মতো।
অনলাইনে এই ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকে টুইটার ব্যবহারকারীরা হতবাক হয়ে গিয়েছিলেন, মুখের খাবার দূরে সরিয়ে রাখা সত্ত্বেও কেন ওই সিংহীটি আক্রমণ করল না ওউ মদ্যপকে। সোশ্যাল মিডিয়ায় মানুষজন এই ভিডিয়ো দেখে একদিকে যেমন শিহরিত হয়েছেন, আর একদিকে ওই মদ্যপ ব্যক্তিকেও ভর্ৎসনা করেছেন। জানিয়েছেন, আর সামান্য দেরি করলে ভারী মূল্য চোকাতে হত!
“আমার মনে হয় এটি কোনও চিড়িয়াখানার কাণ্ড। ওই মদ্যপ বোধহয় সিংহীর দেখভাল করেন, তাই তাঁর সঙ্গে প্রাণীটির এত ভাল বন্ধুত্ব”, একজন লিখলেন। আর একজন টুইটার ব্যবহারকারী যোগ করলেন, “নেশায় সিংহীর সঙ্গে মস্করা করেছেন, এমনিতে মনে হয় মুরগিটির সঙ্গেই মস্করা করে থাকেন।” তৃতীয়জন জুড়লেন, “এটা সিংহী নাকি অন্য কিছু।” “রাতের বড় খাবারটা মিস করে শেষে একটা মুরগির জন্য হাঁসফাঁস করে গেল সিংহীটা”, চতুর্থ ব্যক্তির বক্তব্য। আর একজন বললেন, “গুজরাতে গিরে হতে পারে এই ঘটনাটা। কারণ, ওখানে আমি দেখেছিলাম, এক ব্যক্তি গবাদি পশুর মতোই রাস্তায় সিংহ এবং সিংহীকে সঙ্গে নিয়ে হাঁটছেন।”