Viral Video: পাকিস্তানের বিপজ্জনক পাসু ব্রিজ হেলায় অতিক্রম করলেন ব্যক্তি, দুঃসাহসিক কাজকে নেটিজ়েনদের স্যালুট 

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 26, 2023 | 3:43 PM

Viral Video Today: ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, উত্তর পাকিস্তানের পাসু ব্রিজের উপর দিয়ে হাঁটছেন সই ব্যক্তি। ব্রিজটি তৈরি করা হয়েছে কাঠের তক্তা দিয়ে, যেগুলিতে অজস্র ফাটল রয়েছে। ভারসাম্য বজায় রাখার জন্য সেতুর দুপাশে দড়িও রয়েছে। নিচে হুনজা নদীর গতিপথের একটি চরম স্রোত।

Viral Video: পাকিস্তানের বিপজ্জনক পাসু ব্রিজ হেলায় অতিক্রম করলেন ব্যক্তি, দুঃসাহসিক কাজকে নেটিজ়েনদের স্যালুট 
বিপজ্জনক পাসু ব্রিজ অতিক্রম করলেন হেলায়!

Follow Us

Latest Viral Video: রোমাঞ্চপ্রেমী মানুষজনের কাছে ভয়-ডর বলে কিছু নেই! রোমাঞ্চের শেষ পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে তাঁরা যা-খুশি করতে পারেন। হিমায়িত জলপ্রপাতের ভিতরে আরোহণ করা থেকে শুরু করে পাহাড়ের চূড়ায় একটি ঘুমন্ত শিম্পাঞ্জীর ঘুম ভাঙানো থেকে এমনকি হাঙ্গরের কাছাকাছি আসা পর্যন্ত- রোমাঞ্চপ্রিয় মানুষের অনেক দুঃসাহসিক কার্যকলাপ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের নজরে এসেছে। সেরকমই একটা ঘটনা ফের সামনে এল। এক ব্যক্তিকে দেখা গেল, পাকিস্তানের সবথেকে বিপজ্জনক সেতুতে হাঁটছেন এক ব্যক্তি।

ইনস্টাগ্রামে zeeteevee_ নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, উত্তর পাকিস্তানের পাসু ব্রিজের উপর দিয়ে হাঁটছেন সই ব্যক্তি। ব্রিজটি তৈরি করা হয়েছে কাঠের তক্তা দিয়ে, যেগুলিতে অজস্র ফাটল রয়েছে। ভারসাম্য বজায় রাখার জন্য সেতুর দুপাশে দড়িও রয়েছে। নিচে হুনজা নদীর গতিপথের একটি চরম স্রোত, যা ব্রিজটিকে অতিক্রম করা আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাসু ব্রিজটি হুনজায় অবস্থিত, পাকিস্তানের স্থানীয়রা অন্য দিকে অবস্থিত গ্রামে পারাপার করার জন্য এটি ব্যবহার করে।’


মাত্র চার দিন আগে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। তারপর থেকে ভিডিয়োর ভিউ প্রায় 7 লাখেরও বেশি হয়ে গিয়েছে। আর সেই সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে। 70,000 এরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে। বহু মানুষ এই ব্যক্তির দুঃসাহসিক কার্যকলাপে মুগ্ধ হয়েছেন, ব্যক্ত করেছেন তাঁদের প্রতিক্রিয়া।

একজন লিখলেন, ‘বাহ! কী সুন্দর একটা দৃশ্য!’ দ্বিতীয় জনের বক্তব্য, ‘অসাধারণ একটা ব্রিজ। আমি বন্ধুদের সঙ্গে এখানে একবার বেড়াতে যেতে চাই।’ তৃতীয় জন যোগ করলেন, ‘উত্তর পাকিস্তান সত্যিই স্বর্গের মতো সুন্দর। আমি ভাবি, যদি সত্যিই এই পৃথিবীতে কোনও সীমানা না থাকত।’ চতুর্থ জন জুড়লেন, ‘এই ভিডিয়োটা দেখেই আমার মাথা ঘুরে গেল, যাওয়ার আর কোনও ইচ্ছে নেই।’

Next Article