AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মহিলার জন্য দরজায় অপেক্ষারত বিরাট অজগর, সাংঘাতিক কাণ্ড

সাপটি কীভাবে উদ্ধার করা হয়েছিল, সেই ভিডিয়োটিও ফেসবুকে শেয়ার করেছে উদ্ধারকারী দল। দেখা গিয়েছে, বিম থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং খুবই যত্ন করে সাপটিকে নামানো হচ্ছে। একজন লোক ধীরে ধীরে সাপটির কাছে এগিয়ে যায় এবং একটি হাতিয়ার ব্যবহার করে তাকে নামানোর চেষ্টা করে। তারপরে সেটিকে একটি ব্যাগে ধীরে ধীরে রেখে বনে ছেড়ে দিয়ে আসে।

Viral Video: মহিলার জন্য দরজায় অপেক্ষারত বিরাট অজগর, সাংঘাতিক কাণ্ড
মহিলার জন্য অপেক্ষারত বিরাট পাইথন...
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 8:13 PM
Share

সাপকে ভয় পান না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন ব্যাপার। একবার ভেবে দেখুন, কোথাও বেরোবেন। ঠিক এমনই সময় দরজা থেকে দু’পা বাইরে ফেলেই দেখলেন, আপনার জন্য অপেক্ষা করছে বিরাট সাপ। এমন পরিস্থিতিতে আপনি কী করবেন? খুব সম্ভবত ঘরের ভিতরে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দেবেন। আর তা না হলে সাহায্যের জন্য চিৎকার করতে থাকবেন। অস্ট্রেলিয়ার এক মহিলার সঙ্গে সম্প্রতি এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছিল। দরজা খুলেই তিনি লক্ষ্য করেন, বিশাল একটি পাইথন তাঁর জন্য অপেক্ষা করে আছে!

কুইন্সল্যান্ডের সাপ উদ্ধারকারী সংস্থা সানশাইন কোস্ট স্নেক ক্যাচারস 24/7 তাদের ফেসবুক হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছে। সেখানে লেখা হয়েছে, “এই মহিলা আজ সকালে খুব ভয় পেয়ে আমাদের ফোন করেছিলেন। ঘর থেকে বেরোনোর সময় তিনি হঠাৎ লক্ষ্য করেন, সামনের বারান্দায় একটি বড় কার্পেট অজগর রয়েছে। তিনি কুকুরগুলিকে ঘরের ভিতরে রেখে আমাদের সরাসরি ডাকলেন। আমরাও তাঁর ডাক পাওয়ার পর সেখানে চলে যাই। যদিও সাপটিকে বিম থেকে নামাতে একটু সময় লেগেছিল।”


সাপটি কীভাবে উদ্ধার করা হয়েছিল, সেই ভিডিয়োটিও ফেসবুকে শেয়ার করেছে উদ্ধারকারী দল। দেখা গিয়েছে, বিম থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং খুবই যত্ন করে সাপটিকে নামানো হচ্ছে। একজন লোক ধীরে ধীরে সাপটির কাছে এগিয়ে যায় এবং একটি হাতিয়ার ব্যবহার করে তাকে নামানোর চেষ্টা করে। তারপরে সেটিকে একটি ব্যাগে ধীরে ধীরে রেখে বনে ছেড়ে দিয়ে আসে।

গত 9 নভেম্বর পোস্টটি ওই ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল। সেই ভিডিয়োর ভিউ এর মধ্যেই 65,000 ছাপিয়ে গিয়েছে। প্রায় 2,000 এর বেশি লাইক পড়েছে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। একজন লিখছেন, ‘এতো আলতো ভাবে সাপটিকে ধরলেন, অবাক হয়ে গেলাম।’ আর একজন যোগ করলেন, ‘এই সাপটা খুবই বাধ্য বলতে হয়।’