Latest Viral Video: সকাল থেকে রাত ইস্তক, স্মার্টফোনে মশগুল আমরা। আট থেকে আশি বাদ যাচ্ছেন না কেউই, আজকাল সবাই যেন স্মার্টফোনের পোকা। মুঠোফোনের কারণে মানুষের মধ্যে তৈরি হচ্ছে এক মারণ নেশা। মুঠোফোন হলেও এর প্রভাব কেবল মুঠোতেই সীমাবদ্ধ নয়। ব্যাপক প্রভাব ফেলছে মগজে, চোখে, অনিদ্রার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকের জন্য। তাই, আজকাল ডিজিটাল ডিটক্স করছেন অনেকে। রাতে ঘুমোনোর আগে অন্তত এক ঘণ্টা বা তার কিছুটা বেশি সময় ফোনটা দূরে সরিয়ে রাখা। একটা পরিবারে এবার সেরকমই এক কাণ্ড দেখা গেল। তা পুরোদস্তুর ডিজিটাল ডিটক্স না হলেও কিছুটা তো বটে। পরিবারের গৃহকর্ত্রীকে দেখা গেল, সকলের ফোন (Mobile) জমা নেওয়ার পরেই তাঁদের খাবার দিচ্ছেন। কাউকে ছাড় নেই, তা মহিলার স্বামী হোক বা সন্তানরা। সকলে এক-এক করে ফোনগুলি রাখছেন, আর তারপরেই খাবার (Dinner) পাচ্ছেন তারা।
মানুষ আজকাল মোবাইলের প্রতি এতটাই আসক্ত যে, সারাদিনের পর পরিবারের সকলে যখন ডাইনিং টেবিলে খেতে বসছেন, সেখানেও সকলে ফোন খুট খুট করে চলেছেন! আমাদের অনেকের পরিবারের সঙ্গেই এমনটা ঘটে। সোশ্যাল মিডিয়ার দৌলতেও এই ধরনের ঘটনা আমাদের সামনে আসে। তবে, সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োতে ওই মহিলা যা করেছেন, তা নজর কেড়েছে অনেকেরই। সন্তানদের কেউ টেবিলে স্মার্টফোন জমা রাখলেন, কেউ আবার রাখলেন ল্যাপটপ। তারপরই তাঁদের পাতে খাবার পড়ল।
Dinner ka Naya rule ?? pic.twitter.com/Sssl3RL3gk
— Kungfu Pande ?? (Parody) (@pb3060) May 17, 2023
টুইটার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Kungfu Pande নামক একটি হ্যান্ডেল থেকে। সন্তানরা ও স্বামী যাতে ইনস্টা রিলসের মোহ থেকে বেরিয়ে এসে শান্তিতে রাতের খাবারটুকু খেতে পারেন, তার জন্যই মহিলা তাদের সব গ্যাজেটস জমা নিয়ে নিলেন এক এক করে। তারপর তাঁদের খেতে দিলেন। চারজনের পরিবার, মহিলার স্বামী, এক পুত্র ও কন্যা। তারা সক্কলে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এক-এক করে আসছেন, ফোন-ল্যাপটপ রাখছেন। আর তারপরেই তাঁরা নিয়ে যাচ্ছেন, তাঁদের খাবার। বাচ্চা থেকে বড় সকলকে মোবাইল থেকে একটু দূরে রাখার এই উপায়কেই শ্রেষ্ঠ বলে মনে করেছেন ওই মহিলা।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ডিনারের নতুন নিয়ম।” 17 মে শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিয়োর ভিউ 184.5K হয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। প্রত্যেকেই বলেছেন, এই পদ্ধতিকেই তাঁরা নিজেদের বাড়িতেও প্রয়োগ করবেন।