Viral Video: বল ভেবে তরমুজ দিয়ে বাস্কেটবল খেলছে দুষ্টু বাঁদর! সবকটাই হুপে গিয়ে পড়ল, মজাদার ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 17, 2023 | 7:21 PM

Viral Video Today: প্রাথমিক ভাবে দেখার পরে আপনার মনে হতে পারে, সে যেন এক সবুজ রঙের বল নিয়ে বাস্কেটবলের হুপে সেটিকে মারার চেষ্টা করছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে আসল সত্যটি। বোঝা যায়, ওটা যে আসল বাস্কেটবল নয়, বরং একটি তরমুজ। আর তা নিয়েই দিব্যি খেলে গেল বাঁদরটি।

Viral Video: বল ভেবে তরমুজ দিয়ে বাস্কেটবল খেলছে দুষ্টু বাঁদর! সবকটাই হুপে গিয়ে পড়ল, মজাদার ভিডিয়ো
মজাদার ঘটনা!

Follow Us

Latest Viral Video: বাঁদররা যে কখন, কী করতে পারে, তার আন্দাজ করাটা সত্যিই কঠিন। তবে সে যাই হোক না কেন, বাঁদরদের কার্যকলাপ প্রায়শই আমাদের আনন্দ দেয়। কখনও তারা আপনার খাবার নিয়ে চলে যায়, কখনও আবার আপনার টুপি বা মোবাইল কেড়ে নিয়ে, হাসিমজাকির অন্য পর্যায়ে পৌঁছে দিতে পারে আপনাকে। যদিও কিছু ক্ষেত্রে তার জন্য সাধারণ মানুষকে ভুগতেও হয়। সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি বাঁদরের মজাদার কার্যকলাপ। বাস্কেটবল ভেবে একটি তরমুজ নিয়ে খেলা করে বাঁদরটি। ঠিক যেন পেশাদারের মতোই এক বারের চেষ্টায় বাস্কেটবলের হুপে বলটিকে পাঠিয়েও দেয় সে। সেই ভিডিয়ো এখন নেটপাড়ার অলিতে-গলিতে ঘুরে বেড়াচ্ছে!

ঘটনাটি কোনও এক সন্ধের। রাস্তার ধারেই বাঁদরটিকে এমন কাণ্ড ঘটাতে দেখা গিয়েছে। জনমানবশূন্য একটা নিস্তব্ধ রাস্তার নীরবতাকে ভেঙে দিচ্ছ বাঁদরের বাস্কেটবল নিয়ে খেলার শব্দ। প্রাথমিক ভাবে দেখার পরে আপনার মনে হতে পারে, সে যেন এক সবুজ রঙের বল নিয়ে বাস্কেটবলের হুপে সেটিকে মারার চেষ্টা করছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে আসল সত্যটি। বোঝা যায়, ওটা যে আসল বাস্কেটবল নয়, বরং একটি তরমুজ। আর তা নিয়েই দিব্যি খেলে গেল বাঁদরটি।


তবে একবার নয়। বার কয়েক বাস্কেটবলের হুপের মধ্যে বল থুড়ি তরমুজটিকে পাঠিয়েছে এই বানর। তাকে যেন এই খেলাটির মধ্যে তীব্র মগ্ন থাকতে দেখা গিয়েছে। একবার করে হুপের মধ্যে বলটি ফেলছে। সেটিকে কুড়িয়ে নিয়ে আসছে এবং পরক্ষণেই সেটিকে আবার ওই হুপের মধ্যে ফেলে দিয়ে আসছে। এই খেলায় যে সে বড়ই মজা পেয়েছে, প্রমাণ করে দিয়েছে মজাদার ভিডিয়োটিই।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে pubity নামের একটি পেজ থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘হোটেলে ফিরছিলাম। এমন সময় দেখলাম, একটি তরমুজ নিয়ে খেলছে বাঁদরটি।’ ভিডিয়ো থেকে পরিষ্কার হওয়া গিয়েছে, ওই ব্যক্তিই তা রেকর্ড করেছেন এবং পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন। 15 অগস্ট ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। মাত্র দুই দিনের মধ্যেই ভিডিয়োর ভিউ চার লাখ ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন।

নেটিজ়েনদের অনেকেই লিখেছেন, তরমুজ নয় বরং তরমুজের মতো দেখতে একটি বল দিয়েই বাস্কেটবল খেলছিল বাঁদরটি।

Next Article