Viral Video: মৃত সন্তানকে বাঁচাতে 2 কিমি টেনে নিয়ে গেল মা হাতি, ব্যর্থ হয়ে হাহুতাশ কান্না, হৃদয়বিদারক ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 18, 2023 | 1:36 AM

Viral Video Today: মা হাতি (Elephant) তার মৃত সন্তানকে (Dead Calf) বাঁচানোর মরিয়া চেষ্টা করে চলেছে। কিন্তু হাজার চেষ্টার পরেও তা না করতে পেরে একপ্রকারের হাহুতাশ করছে। হৃদয়বিদারক সেই ঘটনাটি ঘটেছে অসমের গোয়েশ্বরে (Assam’s Goeswar)। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিয়োটি শেয়ার করেছেন।

Viral Video: মৃত সন্তানকে বাঁচাতে 2 কিমি টেনে নিয়ে গেল মা হাতি, ব্যর্থ হয়ে হাহুতাশ কান্না, হৃদয়বিদারক ভিডিয়ো
এ ভিডিয়ো যেন অন্তরটা ওলটপালট করে দেবে!

Follow Us

Latest Viral Video: সন্তান হারানোর শোক সবচেয়ে বড়। এ পৃথিবীতে তার থেকে বড় দুঃখের বিষয় বোধহয় আর কিছু নেই। সেই বুক খালি করা অনুভূতি যেমন মানুষের হয়, সমানভাবেই তা জঙ্গলের পশু-প্রাণীদের সঙ্গেও হয়। সেরকমই একটা ভিডিয়ো নেটিজ়েনদের চোখে জল এনে দেবে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মা হাতি (Elephant) তার মৃত সন্তানকে (Dead Calf) বাঁচানোর মরিয়া চেষ্টা করে চলেছে। কিন্তু হাজার চেষ্টার পরেও তা না করতে পেরে একপ্রকারের হাহুতাশ করছে। হৃদয়বিদারক সেই ঘটনাটি ঘটেছে অসমের গোয়েশ্বরে (Assam’s Goeswar)। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিয়োটি শেয়ার করেছেন।

বাচ্চা হাতিটি সে দিন বড় হাতিদের পালের সঙ্গেই বেরিয়েছিল। কিন্তু একদল হাতির ভিড়ে বিপথে চলে গিয়েছিল সে। তারপর যখন তাকে খুঁজে পাওয়া গেল, দেখা গেল সে আর সাড়া দিচ্ছে না। তার মা কিন্তু শিশুকে বাঁচানোর আশা ছাড়েনি। শিশুকে 2 কিলোমিটার পর্যন্ত বয়ে নিয়ে গিয়েছিল ভগ্ন হৃদয়ের ওই মা। নদীর স্রোতে রেখে মৃত বাচ্চাকে পুনরুজ্জীবিত করার কোনও কসরতও বাকি রাখেনি সে। কিন্তু তাতেও যেন কোনও কাজ হয়নি। ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনদের চোখে জল চলে এসেছে।


ভিডিয়োর ক্যাপশনে সুশান্ত নন্দা লিখছেন, ‘এই ঘটনা আমার হৃদয় ভেঙে দিয়েছে। সন্তান মারা গিয়েছে, কিন্তু মা হাল ছাড়েনি। মৃত শিশুকে দুই কিলোমিটার বহন করে, জলের স্রোতে রেখে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে।’ গত 15 জুন ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই তার ভিউ 54.4K ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োটি মানুষের মনে যে কতটা প্রভাব ফেলেছে, তার ইঙ্গিত মিলেছে কমেন্ট সেকশনেই।

একজন লিখছেন, ‘সত্যিই হৃদয়বিদারক। কয়েক বছর আগেও এরকম একটা ঘটনা দেখেছিলাম।’ কেউ কেউ ভিডিয়োতে কান্নার ইমোজি দিয়েছেন, কেউ আবার লিখেছেন, ‘এর থেকে বড় দুঃখের ঘটনা আর কী হতে পারে!’

Next Article