Optical Illusion: এই ছবিতে কতগুলি ভেড়া আছে বলুন তো? হাতে মাত্র 5 সেকেন্ড

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 24, 2023 | 6:23 PM

Viral Optical Illusion: দিন দুয়েক আগে ছবিটি শেয়ার করা হয়। এর মধ্যেই প্রচুর মানুষ ছবিটি শেয়ার করেছেন, লাইক করেছেন। আর কমেন্টের একপ্রকার বন্যা বয়ে গিয়েছে যেন! ছবিটি দেখার পরে একজন রেডিট ব্যবহারকারী বললেন, 'গণনা শেষ করার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম।' দ্বিতীয় জনের উত্তর, 'খুব সম্ভবত এখানে তিনটি বা চারটি ভেড়া রয়েছে।'

Optical Illusion: এই ছবিতে কতগুলি ভেড়া আছে বলুন তো? হাতে মাত্র 5 সেকেন্ড
বলুন তো, এখানে কতগুলি ভেড়া রয়েছে?

Follow Us

Latest Optical Illusion: আজকের সোশ্যাল মিডিয়া হরেক কিসিমের ছবি আর ভিডিয়ো দিয়ে পরিপূর্ণ। সেগুলি আপনার সামনে এমনই ভাবে উপস্থাপন করা হয়, ক্লিক করা অনেক সময়ই বিভ্রান্তিকর হয়ে ওঠে। সেরকমই ছবি হল এটি, যেখানে একটি ঘেরাটোপের মধ্যে কয়েকটি ভেড়াকে দেখা গিয়েছে। এই ছবিটিকে আপনি অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা বলতে পারেন, যা ফটোগ্রাফারের চমৎকায় কায়দায় আপনার সামনে ধাঁধা হিসেবে হাজির হয়েছে। এই ছবি বাস্তব আর কল্পনার জগতকে গুলিয়ে দিতে পারে। এখন আপনার কাজ হল এই ছবি থেকেই খুঁজে বের করা, কতগুলি ভেড়া রয়েছে এখানে।

রেডিটে @stagzBoston নামের একটি হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এখানে কতগুলি ইউ (মহিলা ভেঁড়া) রয়েছে বলতে পারেন?’ ছবিতে দেখা গিয়েছে, একটি ধাতব ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কতগুলি ভেঁড়া। প্রথম দেখায় মনে হচ্ছে, দুটি ভেড়া একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে আছে। তবে, আপনি যদি ছবিটি আরও খুঁটিয়ে লক্ষ্য করেন, তখন মনে হতে পারে দুটি নয়, তিনটি ভেড়া রয়েছে এখানে।

How many can ewe count?
byu/AstagzBoston inconfusing_perspective


দিন দুয়েক আগে ছবিটি শেয়ার করা হয়। এর মধ্যেই প্রচুর মানুষ ছবিটি শেয়ার করেছেন, লাইক করেছেন। আর কমেন্টের একপ্রকার বন্যা বয়ে গিয়েছে যেন! ছবিটি দেখার পরে একজন রেডিট ব্যবহারকারী বললেন, ‘গণনা শেষ করার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম।’ দ্বিতীয় জনের উত্তর, ‘খুব সম্ভবত এখানে তিনটি বা চারটি ভেড়া রয়েছে।’ তৃতীয় ব্যক্তির অনুমান, ‘5? তিনটে মাথা দেখতে পাচ্ছি। সামনের শরীরটি বাম দিকে দুটো মাথার নিচে ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে। আবার ডানদিকে আর দুটি পায়ের মালিককেও খুঁজে পাচ্ছি না।’

আপনি কি এখনও সঠিক উত্তরের খোঁজে মাথা চুলকে যাচ্ছেন! তাহলে সঠিক উত্তরটি বলে দিই। ওই রেডিট ব্যবহারকারীই লিখে দিয়েছেন, ‘সঠিক উত্তর হল 3। স্প্রিংফিল্ড এমএ ইভেন্টেক দ্য বিগ ই-তে ভেড়া কাটার আগে তাদের এই ভাবেই প্রদর্শন করা হয়েছিল।’

Next Article