অপ্টিক্যাল ইলিউশন এখন এমনই এক বিষয়, যা নিয়ে চতুর্দিকে তীব্র আলোচনা। এই ধরনের ছবিগুলি পরিষ্কার করে দেয় যে, মানুষ ঠকতে কত ভালবাসেন! তার কারণ, ছবিগুলির মধ্যে এমন কিছু থাকে যা আপনাকে অন্যভাবে ভাবায়। আপাত দৃষ্টিতে আপনি যা-কিছু দেখবেন, পরবর্তীতে দেখবেন তা ভুল ছিল। ছবিগুলির মধ্যে কারসাজি এতটাই থাকে। আর সেই কারণেই অপ্টিক্যাল ইলিউশনের প্রতি মানুষের এত ঝোঁক। সেই কারণেই ছবির ধাঁধাগুলি আজকাল এতটা ভাইরাল হয়। ছোট থেকে বড়, আট থেকে আশি সকলেই এই ছবির ধাঁধাগুলি সমাধান করতে ভালবাসেন।
এদিকে প্রেমের সপ্তাহ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। আর সারা বছর অপেক্ষা করার পর সেই দিনটিও হাজির হতে চলেছে রাত পোহালেই। আর সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনাদের জন্য একটি চমৎকার ছবি নিয়ে হাজির হয়েছি আমরা। নীচের যে ছবিটি আপনি দেখছেন, সেখানে গুচ্ছের হার্ট সাইন রয়েছে। তবে এতসব হার্টের মাঝে একটি ব্রোকেন হার্টও রয়েছে। আপনাকে সেই ভাঙা হৃদয়টিই খুঁজে বের করতে হবে।
অপ্টিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা মানুষের জ্ঞানীয় এবং পর্যবেক্ষণ দক্ষতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের ছবিগুলি যাঁরা নিয়মিত সলভ করেন, তাঁদের বুদ্ধিমত্তা বাড়বেই। তার থেকেও বড় কথা, কোনও মানুষের বুদ্ধিমত্তা পরখ করার জন্য এর থেকে ভাল উপায় আর কিছু হতে পারে না। যিনি এই ছবিটি তৈরি করেছেন, তাঁর দাবি মাত্র 2%-এর বেশি মানুষ এই ছবি থেকে ভাঙা হৃদয়টি খুঁজে পাবেন না। আপনিও কি তাঁদের মধ্যেই পড়েন নাকি? আর যদি না পড়েন, তাহলে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছবির ক্রিয়েটারের ধারণা ভেঙে দিন।
তবে এই ছবির ধাঁধাটি সমাধান করতে আপনাকে খুঁটিয়ে দেখতে হবে। আপনার দৃষ্টিশক্তি হতে হবে অত্যন্ত বিশদ-ভিত্তিক। তার থেকেও বড় কথা, একটু হলেও ব্যতিক্রমী পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে। অনেক কথা হল। এখনও আপনি যদি ছবিটি থেকে ব্রোকেন হার্ট দেখতে না পান, তাহলে নীচের ছবিটি দেখুন।
এবার নিশ্চয়ই এত হার্টের মাঝে ব্রোকেন হার্টটি খুঁজে পেয়েছেন।