Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন হল এমনই এক ধাঁধা, যা আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা নিতে পারে। কতটা তীক্ষ্ণ আপনার বুদ্ধি, কোনও কিছু দেখার পরে কত দ্রুত ভাবতে পারেন, সে সব যাচাই করার সেরা পরীক্ষা হল অপটিক্যাল ইলিউশন। তবে আজ নয়। এই প্রথা অনেক দিনের পুরনো। এক সময় রাজারাও এই ব্যবস্থার সাহায্য নিতেন, মানুষ কতটা বুদ্ধিমান তা যাচাই করতে। সেই সঙ্গেই আবার ছবিগুলি আপনার দৃষ্টিশক্তিরও পরীক্ষা নিতে পারে। ঠিক সেরকমই হল এই ছবিটা। এখানে এই এত পদ্মফুলের মধ্যে রয়েছে একটি ব্যাঙ। আপাত দৃষ্টিতে তা কেউই খুঁজে পাচ্ছেন না। আপনাকে সেই ব্যাঙটিকেই খুঁজে বের করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে। ভাল করে ছবিটা একবার দেখুন তো।
উপরের এই যে ছবিটা দেখছেন, এখানে একটি পুকুর দেখা যাচ্ছে। আর সেই পুকুরে রয়েছে অনেক পদ্ম ফুল। পদ্ম ফুলের আশপাশে কিছু পোকামাকড়ও দেখা যাচ্ছে। ছবিটি খুবই সুন্দর। খুব সম্ভবত এই ছবিটি আঁকা। কিন্তু এই এত ফুলের মাঝেই রয়েছে একটি ব্যাঙ। আপনাকে সেই ব্যাঙটাকেই খুঁজে বের করতে হবে। নেটিজ়েনদের অনেকেই চেষ্টা করেছেন ব্যাঙটিকে খুঁজে বের করার, কিন্তু পারেননি। আপনি একবার চেষ্টা করে দেখুন তো।
আপনি কি আজকের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য আপনাকে 7 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। তাই সময় নষ্ট না করে চ্যালেঞ্জটি সম্পূর্ণ করুন। এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে আপনি আপনার বন্ধু বা কাছের লোকের সাহায্য নিতে পারেন। এতে তাদের চিন্তা করার ক্ষমতাও বাড়বে এবং মন সৃজনশীল হয়ে উঠবে।
এখনও যদি আপনি এই ছবি থেকে ব্যাঙটিকে খুঁজে না পান, তাহলে নিচের ছবিটা দেখে নিন।