Optical Illusion: দেখছেন তিনটে, কিন্তু এই ছবিতে রয়েছে আটটি হরিণ, খুঁজে বের করতে পারবেন?

Optical Illusion Today: এই ছবিতে আপাত দৃষ্টিতে আপনি হয়তো তিনটে হরিণ দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে তা নয়। আরও বেশ কিছু হরিণ রয়েছে এই ছবিতে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি তাদের খুঁজে বের করতে পারবেন?

Optical Illusion: দেখছেন তিনটে, কিন্তু এই ছবিতে রয়েছে আটটি হরিণ, খুঁজে বের করতে পারবেন?
ছবিতে ক'টা হরিণ দেখতে পাচ্ছেন বলুন তো?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 7:08 PM

Latest Optical Illusion: ব্যায়াম আপনি প্রতিনিয়তই হয়তো করেন! তাতে আপনার শরীরচর্চাও হয়। কিন্তু তাতে কি আদৌ আপনার মস্তিষ্কের ব্যায়াম হয়? ছোট থেকেই আমরা যে কোনও বিষয়ে ‘মাথা খাটানোর’ কথা শুনে আসছি। কিন্তু মাথা যে আদতে কীভাবে খাটাতে হয়, মাথা খাটানোর জন্য কী-কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তা কি আমাদের জানা? একটা কথা বলুন তো, সারা শরীরের ব্যায়ামের একাধিক প্রক্রিয়ার কথা আপনি হয়তো শুনেছেন। মস্তিষ্কের ব্যায়ামের কোনও প্রক্রিয়া সম্পর্কে কি আপনার জানা আছে? মস্তিষ্কের ব্যায়ামের জন্য রয়েছে একাধিক ছবি, যা একপ্রকারের ধাঁধা। এই ছবির ধাঁধাগুলির সমাধান বহু দিন ধরে চলে আসছে। আজকের সোশ্যাল মিডিয়ায় এদের অপটিক্যাল ইলিউশন বলা হয়। এই ছবিগুলি আজকাল খুব ভাইরাল হচ্ছে। তেমনই একটা ছবি আপনাদের সামনে এসে গিয়েছে। এই ছবিতে আপাত দৃষ্টিতে আপনি হয়তো তিনটে হরিণ দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে তা নয়। আরও বেশ কিছু হরিণ রয়েছে এই ছবিতে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি তাদের খুঁজে বের করতে পারবেন?

এই অপটিক্যাল ইলিউশনে আটটি হরিণ খুঁজে বের করাই হল আসল চ্যালেঞ্জ। এই অপটিক্যাল ইলিউশন তৈরি করেছে moillusions.com। ছবিতে প্রাথমিক ভাবে আপনি তিনটি হরিণ দেখতে পাচ্ছেন ঠিকই। আদতে কিন্তু তা নয়। এখানে মোট আটটি হরিণ রয়েছে। আপনাকে ছবি থেকে 8টি হরিণই খুঁজে বের করতে হবে।

ছবিতে কী দেখতে পাচ্ছেন? তুষারাবৃত একটি এলাকায় কয়েকটি হরিণকে দেখা যাচ্ছে, তাই তো? তাদের পিছনে দেখা যাচ্ছে, সারি সারি লম্বা পাইন। সেই গাছগুলির উপরেও ব্যাপক ভাবে তুষারপাত হয়েছে। ফলে, সেই গাছগুলিও তুষারাবৃত। একথা অস্বীকার করার উপায় নেই যে, ছবিতে তিনটে হরিণ খুঁজে পাওয়া যতটা সহজ, আর পাঁচটা হরিণ খুঁজে পাওয়া ঠিক ততই কঠিন। কারণ, বাকি আর যে পাঁচটা হরিণ রয়েছে সেগুলি আসলে গ্রাফিকের কারসাজি। একমাত্র বাজপাখির মতো তীক্ষ্ণ নজর ছাড়া সেই হরিণগুলিকে খুঁজে পাওয়া বড্ড মুশকিল।

নেটিজ়েনরা এই ছবি দেখে হরিণের গণনা করতে গিয়ে অনেক রকম সংখ্যার কথা বলেছেন। কেউ বলেছেন, এই ছবিতে মোট নয়টি হরিণ রয়েছে। কেউ আবার বলেছেন পাঁচটি হরিণ রয়েছে এখানে। কিন্তু সঠিক সংখ্যাটায় অনেকেই পৌঁছতে পারেননি। এই ছবিতে ঠিক 8টাই হরিণ রয়েছে। আপনি যদি ওই আটটি হরিণকে খুঁজে না পান, তাহলে নিচের ছবিটি দেখে নিন।

Deer Optical Illusion