Optical Illusion: এই গাড়িতে কতজন রয়েছে, বলতে পারেন? 99% মানুষই সঠিক উত্তর দিতে পারছেন না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 28, 2023 | 5:32 PM

Optical Illusion Today: বিভ্রান্তিকর ধাঁধায় ডুব দিতে চান, তাহলে প্রস্তুত থাকুন। এই যে ছবিটা আপনি দেখছেন, সেটি যে একটি গাড়ির তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই গাড়ির ভিতরে কতজন মানুষ বসে আছেন, আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে।

Optical Illusion: এই গাড়িতে কতজন রয়েছে, বলতে পারেন? 99% মানুষই সঠিক উত্তর দিতে পারছেন না
গাড়িতে কতজন বসে রয়েছেন, বলুন তো।

Follow Us

Latest Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় আজকাল অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি নিশ্চয়ই দেখছেন। ভাবছেন, নতুন কিছু বিষয়। তাই তো? তাহলে ভুল ভাবছেন। কারণ, অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা হল অনেক দিনের পুরনো। বহু বছর ধরে এই ছবিগুলি মন্ত্রমুগ্ধকর চাক্ষুষ কৌতুক দিয়ে মানুষকে মোহিত করে আসছে। এবার আপনার জন্য এমনই একটা ছবি হাজির হয়েছে, যার সঠিক উত্তর খুঁজে বের করতে আপনার কালঘাম ছুটে যাবে। আপনি যদি সেই বিভ্রান্তিকর ধাঁধায় ডুব দিতে চান, তাহলে প্রস্তুত থাকুন। এই যে ছবিটা আপনি দেখছেন, সেটি যে একটি গাড়ির তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই গাড়ির ভিতরে কতজন মানুষ বসে আছেন, আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে।

এই ছবি আপনার বিভ্রান্তিমূলক মনে হতেই পারে। এখানে আপনি পাশাপাশি দুটি গাড়ি দেখতে পাচ্ছেন। একটা গাড়ি, আর একটা দিয়ে ঢাকা পড়ে গিয়েছে। তাই, তাতে কতজন মানুষ রয়েছেন, বোঝা সম্ভব নয়। প্রথম যে গাড়িটি আপনার নজরে আসছে, তাতে কতজন রয়েছেন, সেই সংখ্যাটাই আপনাকে বলতে হবে। সঠিক উত্তর অনুমান করার জন্য যথেষ্ট পরিমাণে মানসিক প্রচেষ্টার প্রয়োজন। বিষয়টি আরও চ্যালেঞ্জিং করে তুলতে আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হল। তার মধ্যেই রহস্যের উদঘাটন করতে হবে।

সময় শেষ! অনেকক্ষণ সময় পেয়েছিলেন আপনি। উত্তরটি খুঁজে বের করতে পেরেছেন? 5 নাকি 4, গাড়িতে কতজন ব্যক্তি ছিলেন, সেটা বুঝতেই সমস্যা হচ্ছে আপনার? তাহলে বলে রাখি, আপনার অনুমান ভুল ছিল। গাড়িতে 5 জন বা 4 জন নয়। তার থেকেও অনেক কম মানুষ ছিলেন। 5 জন বা 4 জনের থেকে কম হলে, গাড়িতে কতজন ছিলেন, এবার বলতে পারবেন?

ধাঁধাটি সত্যিই চ্যালেঞ্জিং, তাই না? সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ধাঁধার উত্তর দিতে পারেননি। আসুন, এবার সঠিক উত্তরটা জেনে নেওয়া যাক। গাড়িতে একজন মানুষই ছিলেন, তিনি ওই গাড়ির চালক। বাকি আর যেগুলিকে মানুষের মাথা মনে হয়েছে, সেগুলি আসলে গাড়ি সিট। ফটোগ্রাফির কারসাজিতে সিটগুলিকে এমন দেখাচ্ছে, যা অনেকের কাছেই মানুষের মাথার মতোই ঠেকছে।

Next Article