Latest Optical Illusion: একটা অপটিক্যাল ইলিউশন আপনাকে অনেক রকম ভাবে ভাবাতে পারে। আর একটা ছবি আপনাকে যত রকম ভাবেই ভাবাতে পারে, ততই তা বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে অপটিক্যাল ইলিউশন কিন্তু আজকের নয়, অনেক দিনের পুরনো। একসময় রাজারাও মানুষের আইকিউ লেভেল পরীক্ষা করার জন্য এই পদ্ধতির সাহায্য নিতেন। আজও তা সমান ভাবে জনপ্রিয় মানুষের কাছে। কেবল সে এখন একটা অফিসিয়াল নাম পেয়েছে, অপটিক্যাল ইলিউশন। এখনও বাচ্চাদের আইকিউ লেভেল উন্নত করার জন্য চমৎকার হতে পারে এই ছবির বিভ্রমগুলি। এবার এমন একটা অপটিক্যাল ইলিউশন আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আপনি আগে সম্ভবত দেখেননি। এই যে ছবি আপনি দেখছেন, যাতে অজস্র ডট রয়েছে তাতে একটি শিল্পীর মুখও রয়েছে। আপনাকে এখন বলতে হবে, সেই শিল্পীর নাম কী?
না, এক দৃষ্টিতে হয়তো সম্ভব নয়। তাই আপনাদের কিছু হিন্টও দিয়ে রাখছি। যে শিল্পী এই ছবিতে রয়েছেন, তিনি যেমন গাইতে পারেন, তেমনই আবার নাচতেও পারেন। না, তিনি ভারতীয় কোনও শিল্পী নন। ব্যস! দুটো বড় হিন্ট তো পেয়ে গিয়েছেন, আর কী চাই? এখনও বুঝতে পারলেন না, এই ছবিতে কোন শিল্পী রয়েছে?
চলুন, তাহলে আর একটা হিন্ট দিই। ছবিতে যে শিল্পী রয়েছেন, তিনি আর বেঁচে নেই। এবার আশা করি, আপনার পক্ষে অনুমান করা সহ হবে শিল্পীর নাম। একবার ভেবে দেখুন না, প্রাশ্চাত্যের কতজন শিল্পীর নাম আপনি জানেন? অনেকেরই হয়তো জানতে পারেন, কিন্তু ভক্ত আপনি একজনের হবেনই। এবার কি ধরতে পারলেন?
তাহলে তো আরও একটা হিন্ট দিতে হয়। বলে রাখি, ওই শিল্পীকে ‘পপের সম্রাট’ বলা হয়। অনেক হিন্ট পেয়ে গিয়েছেন। উত্তরটা এবার বলে দেওয়া উচিত আপনার। তবে ছবিতে লুকিয়ে থাকা শিল্পীকে সঠিক ভাবে বোঝার জন্য আপনাকে ফোনটা সামান্য কাত করতে হবে। তাহলেই ওই শিল্পীকে আপনার বুঝতে আরও সুবিধা হবে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ছবিটি। অনেকেই নিজেদের ফোনটা কাত করার পরে বলে দিয়েছেন, এই ছবিতে যে শিল্পী রয়েছেন তিনি মাইকেল জ্যাকসন। উত্তরটা তো জেনে গিয়েছেন নিশ্চয়। এবার ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখুন। তাহলে আপনিও বুঝতে পারবেন।