Optical Illusion: ছবিতে কি শুধুই একটা বিষণ্ণ মুখ দেখছেন, আর কিসসু নেই? ফটোগ্রাফারকে খুঁজছেন নেটিজ়েনরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 20, 2023 | 7:47 PM

Latest Optical Illusion: কেউ এই ছবিটিকে AI জেনারেটেড বলেছেন। কেউ কেউ আবার বলেছেন, এই ছবিটি ফটোশপ করা হয়েছে। তবে একজন ব্যবহারকারী বলছেন, 'এটি প্যারেডোলিয়ার (Pareidolia) খুব ভাল উদাহরণ।' একটা ছবি থেকে অর্থ খুঁজে বের করতে পারলে তাকে 'প্যারেডোলিয়া' বলা হয়।

Optical Illusion: ছবিতে কি শুধুই একটা বিষণ্ণ মুখ দেখছেন, আর কিসসু নেই? ফটোগ্রাফারকে খুঁজছেন নেটিজ়েনরা
ছবিটা ভাল করে একবার দেখুন তো।

Follow Us

Latest Optical Illusion: কথায় বলে, একটা ছবি একশো কথা বলতে পারে। সোশ্যাল মিডিয়ায় সেরকমই একটা ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ছবিতে অনেক কিছুই রয়েছে। রয়েছে খারাপ রাস্তা, সে রাস্তায় জল জমে আছে, বস্তি, একটি শিশু, বৈদ্যুতিক তার-সহ আরও অনেক কিছু। কিন্তু যদি দূর থেকে লক্ষ্য করেন, তাহলে এই ছবিটা দেখেই আপনার একটা মুখ মনে হতে পারে।

ভাল করে ছবিটা একবার দেখুন তো। আপনার কী মনে হল তা জানান। আপনিও কি আপাতদৃষ্টিতে এই ছবিতে একটা মুখই দেখলেন? এই ছবিটি থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেক মতামত রয়েছে। কেউ এই ছবিটিকে AI জেনারেটেড বলেছেন। কেউ কেউ আবার বলেছেন, এই ছবিটি ফটোশপ করা হয়েছে। তবে একজন ব্যবহারকারী বলছেন, ‘এটি প্যারেডোলিয়ার (Pareidolia) খুব ভাল উদাহরণ।’ একটা ছবি থেকে অর্থ খুঁজে বের করতে পারলে তাকে ‘প্যারেডোলিয়া’ বলা হয়।

ছবিটি যে একটি বস্তি এলাকার, তা বোঝা গিয়েছে। সেখানের রাস্তা খুবই খারাপ, জলে জমে রয়েছে। একটা শিশু এবং বৈদ্যুতিক তারও দেখা যাচ্ছে সেখানে। তবে ছবিটি ভাইরাল হওয়ার পিছনে মূল কারণ হল এখানে দারিদ্র্যের পাশাপাশি একটি বিষণ্ণ মুখও দেখা গিয়েছে। তার থেকেও বড় কথা হল, চারপাশের সবকিছু দিয়ে যে কীভাবে একটা মানুষের মুখ তৈরি হতে পারে তা অনেকের কাছেই অবাক করার মতো বিষয়। যদিও ছবিটি কোথাকার, কে তুলেছেন সেই বিষয়গুলি জানা যায়নি।


টুইটারে এই ছবিটি শেয়ার করা হয়েছে @TansuYegen নামক একটি হ্যান্ডেল থেকে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘কী একটি আশ্চর্যজনক ছবি!’ 18 অগস্ট শেয়ার হওয়ার পর থেকে এই ছবি এখনও পর্যন্ত 11 লাখ ভিউ, 17 হাজার লাইক পেয়েছে। বহু মানুষ ছবিতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কেউ কেউ লিখেছেন, তাঁরা এই ছবিতে একটি বিষণ্ণ মুখ দেখতে পেয়েছেন। কেউ আবার বলছেন, ছবিটি বেশ আকর্ষণীয়। আর একজন যোগ করেছেন, ফটোগ্রাফার সত্যিই প্রতিভাবান।

Next Article