Optical Illusion: সারি সারি পাতার মাঝে লুকিয়ে আছে সুন্দর এক পাখি, খুঁজে বের করতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 01, 2023 | 7:59 PM

New Optical Illusion: তাকিয়ে আছেন অথচ চোখে পড়ছে না বা দেখেও দেখতে পাচ্ছেন না। এমন হয়েছে কখনও?

Optical Illusion: সারি সারি পাতার মাঝে লুকিয়ে আছে সুন্দর এক পাখি, খুঁজে বের করতে পারবেন?

Follow Us

Latest Optical Illusion: আপনার চোখের সামনে রয়েছে, তবুও আপনার চোখে পড়ছে না। এমন জিনিসকেই অপটিক্যাল ইলিউশন বলা হয়। যার জন্য় প্রয়োজন হয়, গভীর মনযোগ। একটা ছবি নিমেষে আপনার মনকে ঘুরিয়ে দিতে পারে। যদি সে ছবিতে কোনও ধাঁধা লুকিয়ে থাকে। সাধারণ ভাবে আপনি যা দেখছেন, যা ভাবছেন, তাকেই চ্যালেঞ্জ জানাতে পারে এই ছবিগুলি বা ছবির ধাঁধাগুলি। তাকিয়ে আছেন অথচ চোখে পড়ছে না বা দেখেও দেখতে পাচ্ছেন না। এমন হয়েছে কখনও? পোশাকি ভাষায় একেই বলে অপ্টিক্যাল ইলিউশন (Latest Optical Illusion)। তাই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বহু মানুষ অপটিক্যাল ইলিউশন পছন্দ করেন। বর্তমানে অপটিক্যাল ইলিউশনের একটি ছবি ভাইরাল হয়েছে, যা একটি গাছের, যার পাতাগুলি সম্পূর্ণ হলুদ হয়ে গিয়েছে এবং তারইমধ্য়ে একটি পাখি (Bird) বসে রয়েছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে।

ঠিক করে একবার দেখুন, পাখিটি ঠিক আপনার চোখের সামনে বসে আছে। যা আপনাকে 30 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। আপনি যদি এই নির্ধারিত সময়ের মধ্যে পাখিটিকে খুঁজে পান, তবে মনে করতে হবে আপনার চোখ এখনও খুব ভাল অবস্থায় রয়েছে।

এখনও পাখিটিকে খুঁজে পাননি? নাকি এখনও খুঁজে চলেছেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন সময় শেষ হয়ে গিয়েছে। যা খুঁজেই পেলেন না, তাদের বলি যে, পাখিটি ছবির মাঝখানে একটু ডানদিকে পিছনের ডালে পাতার মধ্যে লুকিয়ে আছে। এবার আপনি সেখানে দেখুন। খুঁজে পেলেন তো? এক্কেবারে চোখের সামনেই ছিল।

গত এক দশকে অপ্টিক্যাল ইলিউশন ইন্টারনেটে আলচিত বিষয়। আর তার কারণও একটাই। মানুষ ইন্টারনেটের পিছনে বেশি সময় অতিবাহিত করছে। আর অপ্টিক্যাল ইলিউশন এমনই এক জিনিস, যা মানুষকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে পারে। তার থেকেও বড় কথা পর্যবেক্ষণ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও অপ্টিক্যাল ইলিউশন বেশ কার্যকরী।

Next Article