Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মানেই এমন কিছু একটা, যা আপনি দেখেও দেখতে পাচ্ছেন না। এটি পরীক্ষা করে আপনার দৃষ্টিভঙ্গি কতটা ভাল। কতটা খুঁটিয়ে দেখতে পারেন একটা ছবি। আর এই কারণেই বর্তমানে অপ্টিক্যাল ইলিউশন নিয়ে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এত মাতামাতি। তবে এই ধরনের ছবির ধাঁধা নতুন কোনও বিষয় নয়। এর আগেও এই ধরনের ছবি ভাইরাল (Viral) হয়েছে। আর যাঁরা প্রতিনিয়ত এই ছবির ধাঁধাগুলি সমাধান করেন, তাঁরা সত্যিই তাঁদের মস্তিষ্কের ক্ষমতা নিয়ে অনায়াসে বাজি ধরে ফেলতেই পারেন। বর্তমানে ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনটি হল, অনেকগুলি শুকনো পাতার মধ্য থেকে একটি মুখ খুঁজে বের করতে হবে।
শুকনো পাতার মাঝে মুখ কোথায় লুকিয়ে আছে?
ছবির ভিতরে আপনি অনেকগুলি শুকনো পাতার দৃশ্য দেখতে পাচ্ছেন। আর এরই মধ্য়ে থেকে খুঁজে বের করতে হবে একটি মানুষের মুখ। আপনার কাছে এর জন্য় মাত্র 10 সেকেন্ড সময় আছে। আর তার মধ্য়ে খুঁজে বার করতে পারলেই বুঝবেন, আপনার দৃষ্টি অনেক তীক্ষ্ণ।
এখনও পাওয়া গেল না? সময় শেষ হয়ে গিয়েছে? তবে আরও একটুক্ষণ খুঁজুন। না পাওয়া গেলে নীচের ছবিটির দিকে তাকান। ওই ছবিতে দেখিয়ে দেওয়া আছে, মুখটি কোথায় আছে। এই চ্যালেঞ্জটা কি একটু কঠিন ছিল? মুখটা কঠিন জায়গায় লুকিয়ে আছে বলে খোঁজা গেল না, নাকি সময় খুব কম ছিল বলে?
মুখটি কোথায় আছে তা দেখে নিতেই এবার মনে হচ্ছে না যে, আপনি খুব সহজেই খুঁজে পেয়ে যেতেন। এটি আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করার একটি সহজ এবং মজার উপায়। কার কাছে সর্বশ্রেষ্ঠ পর্যবেক্ষণ দক্ষতা রয়েছে, তা দেখতে আপনি আপনার বন্ধু এবং পরিবারের মধ্যেও এটি শেয়ার করতে পারেন। তবে বুদ্ধিমত্তা নির্ধারণের এটিই একমাত্র উপায় নয়, আপনি যদি সত্যিই আপনার প্রকৃত IQ মাত্রা বুঝতে চান, তাহলে পেশাদারদের দ্বারা ডিজাইন করা IQ পরীক্ষা করে নিন।