হাঁটু মুড়ে বসে যুবককে প্রোপোজ! লাহোর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ভিডিয়ো ভাইরাল

Sohini chakrabarty |

Mar 12, 2021 | 6:01 PM

ছক ভাঙলেন পাকিস্তানের তরুণী।

Follow Us

হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে প্রোপোজ করবেন প্রেমিক, এমন ছবির সঙ্গেই তো আমরা পরিচিত। বিনোদনের রুপোলি দুনিয়া হোক বা বাস্তবের মাটি— এমনটা হতেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। হাতে লাল গোলাপের তোড়া কিংবা আংটি নিয়ে হাঁটু মুড়ে বসে প্রেয়সীকে প্রেমের বা বিয়ের প্রস্তাব দিচ্ছেন প্রেমিক।

তবে এই চিরাচরিত ছক ভাঙলেন এক তরুণী। তিনি লাহোর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের সামনেই হাঁটু মুড়ে বসে প্রেমিককে প্রেমের প্রস্তাব দিয়েছেন ওই তরুণী। হাতে ছিল লাল গোলাপের তোড়া। সেই সঙ্গে প্রেমের বার্তা লেখা কিছু চিঠি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। তরুণীর থেকে এভাবে প্রেমের প্রস্তাব পেয়ে বেজায় খুশি ওই তরুণ। লাজুক হাসি হেসে প্রেমিকাকে সকলের সামনেই জড়িয়ে ধরেন তিনি।

আশপাশে তখন জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরও অনেক পড়ুয়াই। ফোনে ভিডিয়ো তুলতে ব্যস্ত ছিলেন সকলে। আর এই ফাঁকে চোখে-চোখে প্রেমালাপ সেরে নিয়েছেন ওই জুটি। তাই দেখে চারপাশ থেকে শোনা গেল উচ্ছ্বাসের চিৎকার। ওই তরুণ-তরুণীর পরিচয় যদিও এখনও জানা যায়নি। তবে এই জুটির ছক ভাঙা প্রেমের গল্প এবং অভিনব ‘প্রোপোজ মোমেন্ট’ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।

অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে। তবে একইসঙ্গে সমালোচনাও শুরু করেছেন অনেকে। এভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের সামনে মনের মানুষকে ভালবাসার কথা জানিয়ে মোটেও ঠিক করেননি তরুণী— এমনটাই মত অনেকের। আবার অনেকে বলেছেন, সমাজের গড়ে দেওয়া অযৌক্তিক নিয়ম ভেঙে প্রিয় মানুষকে মনের কথা বলতে পারাটাই আসল ব্যাপার।

হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে প্রোপোজ করবেন প্রেমিক, এমন ছবির সঙ্গেই তো আমরা পরিচিত। বিনোদনের রুপোলি দুনিয়া হোক বা বাস্তবের মাটি— এমনটা হতেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। হাতে লাল গোলাপের তোড়া কিংবা আংটি নিয়ে হাঁটু মুড়ে বসে প্রেয়সীকে প্রেমের বা বিয়ের প্রস্তাব দিচ্ছেন প্রেমিক।

তবে এই চিরাচরিত ছক ভাঙলেন এক তরুণী। তিনি লাহোর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের সামনেই হাঁটু মুড়ে বসে প্রেমিককে প্রেমের প্রস্তাব দিয়েছেন ওই তরুণী। হাতে ছিল লাল গোলাপের তোড়া। সেই সঙ্গে প্রেমের বার্তা লেখা কিছু চিঠি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। তরুণীর থেকে এভাবে প্রেমের প্রস্তাব পেয়ে বেজায় খুশি ওই তরুণ। লাজুক হাসি হেসে প্রেমিকাকে সকলের সামনেই জড়িয়ে ধরেন তিনি।

আশপাশে তখন জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরও অনেক পড়ুয়াই। ফোনে ভিডিয়ো তুলতে ব্যস্ত ছিলেন সকলে। আর এই ফাঁকে চোখে-চোখে প্রেমালাপ সেরে নিয়েছেন ওই জুটি। তাই দেখে চারপাশ থেকে শোনা গেল উচ্ছ্বাসের চিৎকার। ওই তরুণ-তরুণীর পরিচয় যদিও এখনও জানা যায়নি। তবে এই জুটির ছক ভাঙা প্রেমের গল্প এবং অভিনব ‘প্রোপোজ মোমেন্ট’ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।

অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে। তবে একইসঙ্গে সমালোচনাও শুরু করেছেন অনেকে। এভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের সামনে মনের মানুষকে ভালবাসার কথা জানিয়ে মোটেও ঠিক করেননি তরুণী— এমনটাই মত অনেকের। আবার অনেকে বলেছেন, সমাজের গড়ে দেওয়া অযৌক্তিক নিয়ম ভেঙে প্রিয় মানুষকে মনের কথা বলতে পারাটাই আসল ব্যাপার।

Next Article