দাবানলে জ্বলছিল সিমলিপাল, তার পরই বৃষ্টি, আনন্দে নাচলেন বনবিভাগের মহিলা আধিকারিক

Sohini chakrabarty |

Mar 11, 2021 | 5:19 PM

আকাশে দিকে হাত তুলে নাচতে নাচতে উদাত্ত কণ্ঠে প্রকৃতির কাছে প্রার্থনা করে তাঁকে বলতে শোনা গিয়েছে, "বহুত যাদা বর্ষা দে", অর্থাৎ আরও বেশি বৃষ্টি হোক।

দাবানলে জ্বলছিল সিমলিপাল, তার পরই বৃষ্টি, আনন্দে নাচলেন বনবিভাগের মহিলা আধিকারিক
ইন্ডিয়ান ফরেস্ট অফিসার রমেশ পাণ্ডে এই ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে।

Follow Us

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়োস্ফিয়ার সিমলিপাল ন্যাশনাল পার্ক। গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে এই জাতীয় উদ্যান। ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে এই ন্যাশনাল পার্লের সুবিশাল এলাকার অনেকটা অংশ। সপ্তাহ দুয়েক ধরে চলছে এই অগ্নিকাণ্ড। কিন্তু অবশেষে সহায় হয়েছে প্রকৃতি। পিঠাবটা রেঞ্জে শিলাবৃষ্টি শুরু হয়েছে বুধবার থেকে। নিভে গিয়েছে ভয়ঙ্কর দাবানল। নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি।

সিমলিপালে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে,  বনবিভাগের এক মহিলা আধিকারিক আনন্দে নাচতে শুরু করেছেন। জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অংশ যে এই বৃষ্টির কারণে আগুনের গ্রাস থেকে বেঁচে গিয়েছে, সেজন্য ভীষণ খুশি তিনি। আকাশে দিকে হাত তুলে নাচতে নাচতে উদাত্ত কণ্ঠে প্রকৃতির কাছে প্রার্থনা করে তাঁকে বলতে শোনা গিয়েছে, “বহুত যাদা বর্ষা দে”, অর্থাৎ আরও বেশি বৃষ্টি হোক।

ইন্ডিয়ান ফরেস্ট অফিসার রমেশ পাণ্ডে এই ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। ক্যাপশনে তিনি লিখেছেন, “এইরকম পরিস্থিতিতে বৃষ্টি হওয়া ঈশ্বরের অসীম কৃপা। সকলেই ওই মহিলা অফিসারের খুশি অনুভব করতে পারছেন। সুখবর এটাই যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক স্যালেটাইট ডেটা থেকে তেমনটাই জানা গিয়েছে।”

প্রাথমিক ভাবে টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছিলেন ডক্টর যুগল কিশোর মহান্ত। তিনি জানিয়েছিলেন, এই মহিলা আধিকারিকের নাম স্নেহা ঢাল। সিমলিপাল জাতীয় উদ্যানে দাবানলের পর আগুন নেভানোর কাজে সর্বক্ষণের জন্য দায়িত্ব ছিলেন স্নেহা।

টুইটারে এই ভিডিয়ো এখন ভাইরাল। ফেসবুকের নিউজ ফিডেও ঘুরছে এই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ার প্রায় সব মাধ্যমেই অসংখ্য মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখেছেন।

Next Article