Viral Video: দৃষ্টিহীন মায়ের সঙ্গে হাঁটার পথে রেললাইনে পড়ল শিশু, চলন্ত ট্রেনের সামনেই ঘটল চমৎকার…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 23, 2023 | 11:33 AM

Viral Video Today: সিনেমায় প্রায়শই দেখেছেন যেখানে নিজের প্রানের তোয়াক্কা না করে অন্য়ের প্রাণ বাঁচান। কিন্তু বাস্তবে এমনটাই করেছেন এক ব্য়ক্তি।

Viral Video: দৃষ্টিহীন মায়ের সঙ্গে হাঁটার পথে রেললাইনে পড়ল শিশু, চলন্ত ট্রেনের সামনেই ঘটল চমৎকার...

Follow Us

Latest Viral Video: বাস্তবে ঘটে এমন অনেক কিছুই সিনেমার দৃশ্য়ে দেখা যায়। কথাটা খুব একটা ভুলও নয়। আর তারই প্রমান পাওয়া গেল ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় (Video)। সিনেমায় প্রায়শই দেখেছেন যেখানে নিজের প্রানের তোয়াক্কা না করে অন্য়ের প্রাণ বাঁচান। কিন্তু বাস্তবে এমনটাই করেছেন এক ব্য়ক্তি। বলতে পারেন বাস্তবের সুপার হিরো ইনি। যেখানে একটি শিশু তার অন্ধ মায়ের সঙ্গে রেল স্টেশনের প্ল্য়াটফর্মে হাঁটার সময় রেললাইনে পড়ে যায় এবং সামনে থেকে ছুটে আসছিল একটি ট্রেন (Train)। ঠিক সেই মুহূর্তে এক ব্য়ক্তি নিজের কথা চিন্তা না করেই শিশুটিকে বাঁচাতে রেললাইনে নেমে পড়ে এবং তাকে প্ল্য়াটফর্মে তুলে দেয়। তারপরে যা হল তা দেখলে আপনি শিউরে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন অন্ধ মহিলা শিশুটির হাত ধরে রেলওয়ে প্লাটফর্মে যাচ্ছেন। ঠিক সেই সময় হঠাৎই শিশুটি রেললাইনে পড়ে যায়। আর তার মা চিৎকার করতে থাকে। কিন্তু অন্ধ হওয়ায় কিছুই করার সাধ্য় হয় না তার। তখন সেই জায়গায় চলে আসে একজন রেলকর্মী। তিনি সুপার হিরোর মতো রেললাইনে নেমে শিশুটিকে টেনে তোলে। ততক্ষণে ট্রেন অনেক কাছে চলে এসেছে। তিনি একবারও নিজের কথা না ভেবে শিশুটির প্রাণ বাঁচায়।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে। @VVSLaxman281 নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 22 লাখের বেশি ভিউ হয়েছে। অনেকে কমেন্ট করে তাদের মতামতও জানিয়েছেন। কেউ বলেছেন, ‘যেভাবে তিনি শিশুটিকে রক্ষা করেছেন তা আজকের যুগে খুব কমই দেখা যায়।’

Next Article