Viral Video: রাতবিরেতে প্রেমের টানে প্রেমিকার বাড়ির কুলারে লুকিয়ে পড়ল প্রেমিক, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 06, 2023 | 12:49 PM

Lover Hides Himself Inside Cooler: রাজস্থানের ওই প্রেমিক তাঁর প্রেমিকার বাড়িতে ঢোকে গভীর রাতে। কিছু শব্দ শোনার পরে মেয়েটির পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে। বাড়িতে চোর ঢুকলে যে ভাবে খোঁজাখুঁজি করা হয়, ঠিক সেই ভাবেই বাড়ির মেয়ের বয়ফ্রেন্ডের খোঁজেও তল্লাশি চালানো হয়। শেষে কুলারটিকে অস্বাভাবিক ভাবে নড়চড় করতে দেখা যায়। সেখান থেকেই হাতেনাতে ধরা হয় মেয়েটির প্রেমিককে।

Viral Video: রাতবিরেতে প্রেমের টানে প্রেমিকার বাড়ির কুলারে লুকিয়ে পড়ল প্রেমিক, তারপর...
প্রেমিকের ঠাঁই শেষে কুলারের ভিতর...!

Follow Us

অবাক কাণ্ড বটে! রাতবিরেতে প্রেম করতে প্রেমিকার বাড়িতেই এসে গিয়েছিল প্রেমিক। শেষমেশ তাকে যে জায়গা থেকে উদ্ধার করল প্রেমিকার বাড়ির লোকজন, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। পরিবারের লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে যখনই শোরগোল শুরু হয়, টুক করে কুলারের ভিতরে ঢুকে পড়ে সেই প্রেমিক। তারপর সেখান থেকেই তাঁকে উদ্ধার করা হয়।

রাজস্থানের ওই প্রেমিক তাঁর প্রেমিকার বাড়িতে ঢোকে গভীর রাতে। কিছু শব্দ শোনার পরে মেয়েটির পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে। বাড়িতে চোর ঢুকলে যে ভাবে খোঁজাখুঁজি করা হয়, ঠিক সেই ভাবেই বাড়ির মেয়ের বয়ফ্রেন্ডের খোঁজেও তল্লাশি চালানো হয়। শেষে কুলারটিকে অস্বাভাবিক ভাবে নড়চড় করতে দেখা যায়। সেখান থেকেই হাতেনাতে ধরা হয় মেয়েটির প্রেমিককে। তারপরে মেয়েটিকে তাঁর বাড়ির লোকজন প্রচণ্ড বকাবকি করে।


সমগ্র ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করা হয়েছে। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত 4 নভেম্বর ভিডিয়োটি এক্স মাধ্যমে @BanoUmairi নামক একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। ভিডিয়োতে দেখা যায়, সন্দেহজনক কোনও এক ব্যক্তির খোঁজে কুলারটিকে টেনে নিয়ে আসা হচ্ছে। সেটিকে ঠিকঠাক অবস্থানে রাখতেই তা থেকে বেরিয়ে আসে মেয়েটির প্রেমিক।

এহেন আচরণের জন্য যুগলকে তিরষ্কার করা হয়েছে। ভিডিয়োতে একজন মহিলাকে বলতে শোনা গিয়েছে, “কুলারের ভিতরে একজন পুরুষ লুকিয়ে আছে! বাড়ির মধ্যে এরকম নোংরামি করতে তোমার লজ্জা লাগেনি? ছিঃ তোমার এমন জঘন্য চিন্তাভাবনা দেখে আমার ঘেন্না করছে।” যদিও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। ওই মহিলা বিবাহিত কি না, পরকীয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়গুলিও নিশ্চিত করা যায়নি।

Next Article