Viral Video: তাই বলে সোডায় চিজ়! ভিডিয়ো দেখতেই রেগে অগ্নিশর্মা নেটিজেনরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 11, 2023 | 12:59 PM

Surat Cheese Blast Soda: লেবু জলে যদি বাদাম বা চিজ় মিশিয়ে আপনাকে দেওয়া হয়, আপনি কী করবেন? সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সুরাটের একজন বিক্রেতা 'নিম্বু সোডা' নিয়ে এমন ভয়ানক পরীক্ষা করেছেন , যে আপনি দেখলেই অবাক হবেন।

Viral Video: তাই বলে সোডায় চিজ়! ভিডিয়ো দেখতেই রেগে অগ্নিশর্মা নেটিজেনরা

Follow Us

Latest Viral Video: এমন অনেকেই আছেন এই গরমে রাস্তায় বেরলেই আঁখের রস বা লেবু জল খান। কিন্তু সেই লেবু জলে যদি বাদাম বা চিজ় মিশিয়ে আপনাকে দেওয়া হয়, আপনি কী করবেন? সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Video Viral) হয়েছে, যেখানে সুরাটের একজন বিক্রেতা ‘নিম্বু সোডা’ নিয়ে এমন ভয়ানক পরীক্ষা করেছেন , যে আপনি দেখলেই অবাক হবেন। অধিকাংশ মানুষই পিজ্জা় থেকে শুরু করে পাস্তা, সবেতেই বেশি চিজ় পছন্দ করেন। কিন্তু তাবলে নিম্বু সোডায় চিজ়? এটা কি মেনে নেওয়া যায়? এই নতুন রেসিপিটির (Recipe) নাম দেওয়া হয়েছে, ‘চিজ় ব্লাস্ট সোডা’ (Cheese Blast Soda)। আপনি আগে কখনও খেয়েছেন নাকি এমন সবরত? ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। যা দেখে আপনিও চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোকানদার প্রথমে গ্লাসে বরফ রাখেন। এর পরে, তাতে চিনাবাদাম যোগ করেন। তারপর একে একে আনারস এবং ব্লুবেরি সোডা যোগ করেন। ততক্ষণ অবধিও ঠিক ছিল। কিন্তু তারপরে যা করলেন, তা হল উপর দিয়ে চিজ় ছড়াতে লাগলেন। তাও আবার অনেক পরিমাণে। তবে বাড়িতে বানিয়ে ফেলবেন নাকি এমন বিশেষ পানীয়টি?

চিজ় সোডা ব্লাস্টের রেসিপির ভিডিয়োটি Instagram-এ শেয়ার করা হয়েছে foodie_addicted_ নামের একটি অ্যাকাউন্ট থেকে। ব্যবহারকারীর মতে, এই সোডা সুরাটের রেন্দার বাস স্টপে মানুষকে পরিবেশন করা হচ্ছে। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। একজন ব্যবহারকারী কমেন্ট করে লিখেছেন, “প্রয়োজনে পাশের হাসপাতালের ঠিকানাও দিন।” সেখানে আরেক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, “সোডায় চিনাবাদাম ও চিজ়। এটা কি সোডা নাকি বিষ?” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “শুধু চকলেট আর মাখন লাগানোই বাকি ছিল। সেটাও দিয়ে দিতে পারতেন।”

Next Article