Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ কী-ই না করছে। ভিডিয়ো করার জন্য, সান্ট দেখানোর জন্য এমন কিছু জায়গা বেছে নিচ্ছে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকছে না। লাইক, ভিউ-এর লোভে প্রাণ দিতেও ভাবছে না অনেকে। তেমনই একটি ঘটনা আবারও ভাইরাল হয়েছে। যেখানে 68 তলা উঁচু ভবনের উপরে স্টান্ট করতে গিয়ে পড়ে মারা গিয়েছেন পরিচিত ফরাসি স্টান্টম্যান রেমি লুসিডি। তিনি হংকংয়ের একটি উঁচু ভবনে ওঠেন। আর ক্যামেরায় ভিডিয়ো করতে থাকেন। তিনি স্টান্ট করার উদ্দেশ্যে ভবনে ঢুকলেও পেন্টহাউসের বাইরে আটকে পড়েন। এসময় তার পা পিছলে 68 তলা থেকে পড়ে যান।
সাউথ চায়না মর্নিং পোস্টের (South China Morning Post) একটি প্রতিবেদনে বলা হয়েছে, লুসিডি স্টান্টটি চালানোর চেষ্টা করার সময় ট্রানগুন্টার টাওয়ার কমপ্লেক্সের পেন্টহাউসের বাইরে আটকা পড়েছিলেন 30 বছর বয়সী যুবক। আতঙ্কে, সে জানালায় ধাক্কা দিতে শুরু করেন। তখন লুসিডি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান।
হংকংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সন্ধ্যা 6টার দিকে লুসিডিকে ওই ভবনে দেখা যায়। তিনি নিরাপত্তারক্ষীকে বলেছিলেন যে, তিনি 40 তলায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু গার্ড তার বন্ধুর সঙ্গে যোগাযোগ করলে, সামনে থাকা ব্যক্তি তাকে চেনেন না বলে জানিয়েছিলেন। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। লুসিদি লিফটে ঢুকেও পরেছিল। সিসিটিভি ফুটেজে লুসিডি ট্রেগুন্টারকে টাওয়ার কমপ্লেক্সের শীর্ষে একটি সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। লুসিডিকে শেষবার সন্ধ্যা 7.30 মিনিটে পেন্টহাউসের জানালায় ধাক্কা দিতে দেখা গিয়েছে। পরে গৃহকর্মী বিষয়টি পুলিশকে জানান। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনাস্থলে একটি লুসিডির ক্যামেরা পাওয়া গিয়েছে।