Viral Video: কিং কোবরাকে উত্যক্ত করার ফল! সামলাতে হিমশিম খেলেন উদ্ধারকারী, হাড়হিম করা ঘটনা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 30, 2023 | 9:01 PM

Viral Video Today: প্রাকৃতিক আবাসস্থলে একটি কিং কোবরাকে উত্যক্ত করছেন এক ব্যক্তি। অবিশ্বাস্যভাবে, লোকটি তার খালি হাতে বিষাক্ত কোবরাটিকে ধরার চেষ্টা করছে। কিন্তু সাপটিকে তিনি যে ভাবে অবহেলা করছেন, তার সেই বেপরোয়া কাজের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

Viral Video: কিং কোবরাকে উত্যক্ত করার ফল! সামলাতে হিমশিম খেলেন উদ্ধারকারী, হাড়হিম করা ঘটনা
ভয়ঙ্কর ঘটনা।

Follow Us

Latest Viral Video: সরীসৃপদের জগৎ যতটাই মনমুগ্ধকর, ততটাই ভয়ের। আর সেই সাপ যদি একটা কিং কোবরা হয়, তাহলে তো আর কথাই নেই। কোবরা দেখলে সাধারণ মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো পরিস্থিতি হয়। কিন্তু সেই সাপ যাঁরা উদ্ধার করেন, তাঁদের মনের মধ্যে এক ফোঁটাও ভয় দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় আমরা এমন অনেক ভিডিয়ো দেখি, যেখানে উদ্ধারকারীদের ভয়ডরহীন ভাবে সাপ উদ্ধার করতে দেখা যায়। তবে, সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন ব্যক্তি বিশালাকার একটি কিং কোবরাকে ধরার চেষ্টা করতে গিয়ে অসাধারণ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আর সেই ব্যক্তির দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে মানুষজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

@d_shrestha10 নামক ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, প্রাকৃতিক আবাসস্থলে একটি কিং কোবরাকে উত্যক্ত করছেন এক ব্যক্তি। অবিশ্বাস্যভাবে, লোকটি তার খালি হাতে বিষাক্ত কোবরাটিকে ধরার চেষ্টা করছে। কিন্তু সাপটিকে তিনি যে ভাবে অবহেলা করছেন, তার সেই বেপরোয়া কাজের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, অত্যন্ত সাহসিকতার সঙ্গে সাপটিকে তুলে ধরার চেষ্টা করলেন ওই ব্যক্তি। আর তাতে সাপটি তীব্র রেগে যায়! আক্রমণাত্মক ভাবে তারপরের কিছুক্ষণ সাপটি ওই ব্যক্তিকে লাগাতার চার্জ করে যায়।


কিং কোবরার ক্ষমতা সম্পর্কে যাঁরা অবগত নন, তাঁদের জেনে রাখা উচিত এই সাপের একটা কামড় একজন মানুষকে কয়েক মিনিটের মধ্যে অক্ষম করে তুলতে পারে। ভিডিয়োতে থাকা লোকটি কেবল নিজেকেই বিপন্ন করেনি বরং কোবরাকে একটি প্রতিরক্ষামূলক এবং সম্ভাব্য প্রাণঘাতী আক্রমণে উস্কে দিয়ে তার জীবনকে বিপদের মুখে ফেলেছে।

খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অল্প সময়ের মধ্যে 1.5 হাজারেরও বেশি লাইক পেয়েছে। নেটিজ়েনরা এই ঘটনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যক্তির বেপরোয়া আচরণ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন তাঁরা। একজন লিখছেন, ‘বলিহারি সাহস এই ছেলেটার।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘প্লিজ়! এরকম করবেন না একটা প্রাণীর সঙ্গে।’

Next Article