Viral Video: ভাল্লুকের তাড়া খেয়ে এলাকা ছাড়া হয়েছে বাঘ! দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 10, 2021 | 9:55 PM

বাঘটিকে ভয় দেখানোর কাজে ভাল্লুক যে ভাল ভাবেই সফল হয়েছে তা বোঝা গিয়েছে ওই ভিডিয়ো দেখে।

Viral Video: ভাল্লুকের তাড়া খেয়ে এলাকা ছাড়া হয়েছে বাঘ! দেখুন ভিডিয়ো
ছবি প্রতীকী

Follow Us

বাঘের তাড়া খেয়ে অনেক পশুকেই পালাতে দেখেছেন। কিন্তু ভাল্লুকের তাড়া খেয়ে বাঘকে ল্যাজ গুটিয়ে পালাতে দেখেছেন কখনও? এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ভারতীয় বন বিভাগের আধিকারিক সুধে রমেন টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর এক সিনিয়র অফিসারের থেকে এই ভিডিয়ো পেয়েছেন। ২৪ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে এক পেল্লাই কালো ভাল্লুক তাড়া করেছে পূর্ণবয়স্ক বাঘকে। ভাল্লুকের তাড়া খেয়ে কার্যত এলাকা ছাড়তে বাধ্য হয়ে বাঘটি।

ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘন জঙ্গলের ধারে রয়েছে একটি জলাশয়। তারই পাশে দাঁড়িয়েছিল বাঘটি। বেশ কিছুক্ষণ ধরেই তার উপর নজর রাখছিল একটি ভাল্লুক। সুযোগ বুঝেই সে তাড়া করেছিল বাঘটিকে। এক অদ্ভুত কায়দায় সামনের দু’পা তুলে প্রথমে একটু লাফিয়ে এগিয়ে গিয়েছিল ভাল্লুকটি। তারপর চারপায়ে তাড়া করেছিল বাঘটিকে। এদিকে ভাল্লুকের তাড়া খেয়ে ততক্ষণে দ্রুত গতিতে এলাকা ছেড়েছে বাঘটি। ভিডিয়ো দেখা বোঝা গিয়েছে যে, পেল্লাই ভাল্লুকটিকে রীতিমতো ভয় পেয়েছে ওই বাঘ।

বাঘকে তাড়া করেছে ভাল্লুক, দেখুন ভিডিয়ো

টুইটারে ভিডিয়ো শেয়ার করে সুধা রমেন জানিয়েছেন, জঙ্গলের ক্ষেত্রে এ ঘটনা নতুন নয়। সুধার কথায়, স্লথ বিয়াররা বাঘকে তাড়া করেছে এ ঘটনা পরিচিত। জঙ্গলে বিশেষ করে মা ভাল্লুকরা সন্তানকে রক্ষার জন্য এমন পদক্ষেপ নেয়। শিকারি পশুকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য সামনের পা তুলে একটু লাফিয়ে নেওয়ার কারণ হল, যাতে আকার আয়তনে একটু বড় দেখানো যায়। এক্ষেত্রেও ভাল্লুকটি তাই করেছে প্রথমে। তারপর বাঘটিকে তাড়া করে সীমানা পার করে দিয়েছে। বাঘটিকে ভয় দেখানোর কাজে ভাল্লুক যে ভাল ভাবেই সফল হয়েছে তা বোঝা গিয়েছে ওই ভিডিয়ো দেখে। তবে এই ভাল্লুক আদৌ মা কি না এবং সন্তানকে রক্ষা করার জন্যই বাঘটিকে তাড়া করেছে কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন- Viral: বাজিরাও মস্তানির গানে ফ্লোর কাঁপালেন ৬৩ বছরের ডান্সিং দাদি! ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ নেটিজ়েনরা

Next Article