Snake In Helmet: সাপ দেখলে আমাদের পিলে চমকে ওঠে! টিভির পর্দায় দেখলেই অনেকে ভয়ে গুটিয়ে যান। চোখের সামনে দেখলে তো আর কথাই নেই, থতমত খেয়ে যান যে কেউ। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় প্রতিদিনই নানা ধরনের সাপের ভিডিয়ো দেখে থাকি। কখনও বাথরুমের কোমডে লুকিয়ে আছে, কখনও আবার জুতো থেকে শুরু করে বাইকের সাইলেন্সর পাইপ বা গাড়ির বনেটে পর্যন্ত লুকিয়ে থাকতে দেখা গিয়েছে সাপকে। তবে এবার যা কাণ্ড ঘটল, তা সম্ভবত এর আগে কখনও দেখা যায়নি। হেলমেটের ভিতরে লুকিয়ে থাকতে দেখা গেল একটি সাপকে। বাইক চালক নেহাতই সাহসী, তাই সেই সাপ সমেত হেলমেটটির ভিডিয়োও তৈরি করেছেন। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল।
ঠিক কী ঘটল
কালো জ্যাকেট পরিহিত এক ব্যক্তিকে দেখা গেল, তার হেলমেটের ভিতর থেকে চিমটা দিয়ে কিছু একটা বের করতে। কিন্তু তিনি যে কী বের করছেন, তা বোঝা গেল আরও কিছুক্ষণ পর। তিনি আসলে চিমটা দিয়ে ধীরে ধীরে একটা সাপ বের করার চেষ্টা করছিলেন। হেলমেটের ভিতর থেকে উঁকি মারছিল কিউট প্রাণীটি। সে সাপ খুব একটা বড় নয়। কিন্তু যাই হো না কেন। সাপ তো সাপই। অতঃপর ওই চিমটা করে সাপটিকে বের করে দেখালেন ওই বাইক রাইডার। ছোট্ট সাপটাকে দেখে নেটপাড়ার লোকজনের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থা। হেলমেটের ভিতরে সাপ লুকিয়ে থাকলে যে কেমন লাগে, তা সম্ভবত এই প্রথমবার চাক্ষুষ করলেন নেটপাড়ার লোকজন।
ছোট সাপ হলেও বিষাক্ত
সাপটি কোন প্রজাতির তা জানা যায়নি। তবে, সে সাপ যতই ছোট হোক আর যেমনই হোক, দূর থেকে দেখেই মালুম চলে যে ছোট হলেও সে কম ভয়ঙ্কর নয়। নেটিজ়েনরা ওই সাপটিকে দেখে ভিরমি খেয়েছেন ঠিকই! কিন্তু ওই বাইক রাইডারকে এক ফোঁটাও ভয় পেতে দেখা যায়নি। অত্যন্ত সাহসিকতায় তিনি আবার হেলমেট থেকে সাপটিকে বের করে দেখালেন, যা দেখে অনেকেরই চক্ষু চড়কবৃক্ষে উঠেছে।
নেটিজ়েনরা কী বলছেন
ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো পরিস্থিতি। টুইটারে aahanslittleworld নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। গত 11 ডিসেম্বর ভিডিয়োটি ইনস্টায় শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োতে 28,000 লাইক পড়েছে। প্রথমে এই ভিডিয়ো শেয়ার করেছিলেন শর্মিলি নামের এক মহিলা। তারপরই তা পোস্ট করা হয় aahanslittleworld পেজটি থেকে। প্রায় 10 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।
নেটিজ়েনদের একজন বলছেন, “ওই লোকটি যদি ভাল করে খেয়াল না করে হেলমেটটি পরে নিতেন তাহলে কী হত, আমি এখন সেটাই ভাবছি!” আর একজন যোগ করলেন, “আমরা যত পরিষ্কার জায়গাতেই থাকি না কেন, আমাদের এখন ব্যাগ, লাগেজ নেওয়ার আগে এমনকি এখন হেলমেট পরার আগেও ভাল করে তা খতিয়ে দেখতে হবে।” আর একজন ব্যবহারকারী আবার ওই ব্যক্তিকে একটি নতুন হেলমেট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।