Optical Illusion: এই ছবিতে কতগুলি বাঘ রয়েছে বলুন তো? কেউ সঠিক উত্তর দিতে পারছেন না…
Optical Illusion Today: এমনই একটা ছবির সন্ধান মিলেছে, যার উত্তর কেউই দিতে পারছেন না। ছবিতে রয়েছে একাধিক বাঘ। আপনাকে সেই বাঘেদের সঠিক সংখ্যাটা ছবি থেকে খুঁজে বের করতে হবে।
Latest Optical Illusion: বিগত কয়েক শতাব্দী ধরে বিনোদনের অন্যতম বিষয় হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশন। এগুলি এমনই ছবি, যা আপনার উপলব্ধি এবং অনুভূতির সঙ্গে একপ্রকার খেলা করে। আপনি যা দেখছেন, তা নিয়ে আপনারই মনে বিভ্রান্তির সৃষ্টি করবে। তবে বিগত কিছু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের বিভিন্ন ছবি খুব জনপ্রিয় হচ্ছে। সেই সব ছবিতে লুকিয়ে থাকা প্রাণী বা বস্তু শনাক্ত করা অনেকের জন্যই কঠিন হয়ে যাচ্ছে। ছবিগুলি যে দর্শকের জন্য বিনোদনের সেরা উপায় তাই নয়। তার পাশাপাশি আবার মস্তিষ্ককে চ্যালেঞ্জও জানাতে পারে ছবিগুলি। তেমনই একটা ছবির সন্ধান মিলেছে, যার উত্তর কেউই দিতে পারছেন না। ছবিতে রয়েছে একাধিক বাঘ। আপনাকে সেই বাঘেদের সঠিক সংখ্যাটা ছবি থেকে খুঁজে বের করতে হবে।
বাঘেদের এই অপটিক্যাল ইলিউশনটি এমনই একটা ছবি, যা দর্শককে সত্যিই ভাবাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, একদন বাঘ একটি আবছা আলোকিত জঙ্গলে আড্ডা দিচ্ছে। সামনের দিকে যতগুলি বাঘ রয়েছে, তাদের সংখ্যাটা পরিষ্কার ভাবে গোনা গেলেও পিছনেরগুলি গুনতে গিয়েই গোত্তা খাচ্ছেন তাঁরা। ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে থাকা বাঘের সংখ্যাটা বের করা সত্যিই কঠিন। পাশাপাশি বাঘগুলি গণনার কাজ যাতে খুব সহজ না হয়ে যায়,তার জন্য অন্ধকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ইলিউশনটিতে। তার ফলে বাঘের সংখ্যা চিহ্নিত করা আরও দুষ্কর হয়ে পড়েছে।
কতগুলি বাঘ রয়েছে এবার বলুন তো দেখি! সাতটি নাকি আটটি? নাকি তারও বেশি কিছু ভাবছেন। এখনও যদি উত্তরটা খুঁজে না পান, তাহলে বলে দিই এই ছবিতে রয়েছে 9টি বাঘ।